নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ার ফালাকাটাতে গতকালকের অভিনন্দন যাত্রা শেষ করে আলিপুরদুয়ার জেলার প্রত্যলন্ত বক্সা পাহাড়ে জনসংযোগ করতে চলে এলেন বিজেপির রাজ্যয সভাপতি দিলীপ ঘোষ । নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে আলিপুরদুয়ার জেলার দূর্গম বক্সা দুর্গোতে এসে নেতাজী সুভাষ চন্দ্র বোসের জন্মজয়ন্তী পালন করলেন বিজেপির রাজ্যী সভাপতি দিলীপ ঘোষ।
গতকালই আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ে চলে আসেন তিনি, কোচবিহারের সাংসদ নীশিথ প্রামানিক সহ বিজেপির কর্মী সমর্থকরা । এদিন বক্সা দুর্গোতে এসে পতাকা উত্তোলন করেন এবং দুর্গো পরিদর্শন করেন দিলীপ ঘোষ ।
আরও পড়ুনঃ কি কি থাকছে ২০২০-র আন্তর্জাতিক কলকাতা বইমেলায়- জানাল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স-এর কর্তৃপক্ষরা
ঐতিহাসিক বক্সা দুর্গে ব্রিটিশ আমলে বহু স্বাধীনতা সংগ্ৰামীকে বন্দী করে রাখা হয়েছিল । বিশেষত অনুশীলন সমিতি ও যুগান্তর দলের বিপ্লবীদের এখানে বন্দী করে রাখা হত । বৃহস্পতিবার বক্সায় নেতাজী জন্মজয়ন্তী পালন করে দীলিপ ঘোষ অভিযোগ করেন, “যে ঐতিহাসিক বক্সা দুর্গ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু রাজ্যে সরকার ওই ঐতিহাসিক স্থান সংষ্কারের কোনো উদ্যোুগ গ্ৰহণ করছেনা ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584