নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে সুদীপ্ত সেনের চিঠির প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার দিঘা সমুদ্র সৈকতে চায় পে চর্চা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ।
প্রসঙ্গত সারদাকাণ্ডে বেশ কয়েক বছর ধরে জেলবন্দি রয়েছেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন, এবার জেলের ভেতর থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন সুদীপ্ত সেন।
জানা গিয়েছে বেশ কিছু প্রভাবশালী নেতার নাম আছে ওই চিঠিতে, যাতে সরগরম রাজনৈতিক মহল। যাদের মধ্যে বিজেপি নেতার নাম ও বর্তমান।এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের জানান, সুদীপ্ত সেন কেন চিঠি লিখেছেন কি লিখেছেন পুরো বিষয়টা সিবিআইয়ের হাতে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলায় মিমের সভা, যোগদান তৃণমূল যুব নেতার
যিনি চিঠি লিখেছেন সে চিঠির সত্যতা যাচাই করা হোক, যে কোন লোকের নাম লিখতেই পারেন। একই সাথে প্রসঙ্গক্রমে বিজেপির রাজ্য সভাপতি বলেন ,”জেলের আসামীর কথা সবাই বিশ্বাস করে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584