উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
সৌগত রায়ের কথায় ভরসা নেই জানালেন দিলীপ ঘোষ। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, রাজনীতিতে অনেক কিছুই ঘটতে পারে।
বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ”আমি প্রথম থেকে বলে আসছি, এটা ওদের পার্টির ব্যাপার। কে মন্ত্রী, বিধায়ক হবে, সেটা ওদের ব্যাপার। আমি প্রথম থেকে বলেছি, মন্ত্রিত্ব ছেড়েছেন তবে পার্টিতে আছেন। ওনারা যেটা বলছেন, সেটা নিয়ে লোকে সন্দেহ করছে। তবে পরিস্থিতি অন্যরকম বলছে।“
আরও পড়ুনঃ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে, তৃণমূলকে সমুদ্রের সাথে তুলনা করলেন ফিরহাদ
শুভেন্দু অধিকারী যে তৃণমূলে থাকছেন, তা এখনই নিশ্চিত নয় বলেই মনে করেন দিলীপ ঘোষ। তাঁর প্রতিক্রিয়া, “আপনারা কি সৌগতবাবুর কথা বিশ্বাস করেন? কল্যাণবাবু এক রকম বলছেন। সৌগতবাবুর কথা বিশ্বাস করছি না। সব কিছুর সম্ভাবনা থাকে। রাজনীতিতে সব কিছু হতে পারে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584