নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন এ রাজ্যে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদেরকে গুলি করে মারা উচিত সেই মন্তব্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে উঠেছে, সেই সাপেক্ষে দিলীপ ঘোষকে দায়িত্বজ্ঞানহীন নেতা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। তবে এতেও যে তিনি, দমবার পাত্র নন তা আরও একবার জানালেন।
সোমবার একটি মামলায় জামিন নিতে মেদিনীপুর আদালতে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এখানে সাংবাদিকদের জানান, ‘আমি যা বলেছি ঠিকই বলেছি। আমাদের সরকার যা করেছে একে আমি সমর্থন জানিয়েছি। এটাই আমাদের দলের স্ট্যান্ড পয়েন্ট। ‘
তাঁর মত, উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের সঙ্গে যা হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে একই জিনিস করা হবে। অর্থাৎ গুলি করে মারা হবে বলে হুমকি দেন।
রাজ্যপালের ডাকা আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে সকলের যাওয়া উচিত বলে জানিয়ে বলেন, রাজ্যের এখন যা পরিস্থিতি তাতে এই বৈঠকে যোগ দেওয়া উচিত। যারা দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক দল তারা যাবেন না। এতে সমাজের কাছে যা বার্তা যাওয়ার যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584