নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
কেন্দ্রের পাঠানো টাকা নিয়ে দুর্নীতি করছে তৃণমূল। কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাষ্ট্রীয় সম্পত্তি যাতে নষ্ট না হয়, তার জন্য দরকার স্থায়ী সমাধানের।
আর সেই কারণেই শুক্রবার আমপান বিধ্বস্ত দক্ষিণবঙ্গ পরিদর্শনের পর শনিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় পরিদর্শনকারী দলের সঙ্গে বৈঠকে স্মারকলিপি দেয় বঙ্গ বিজেপি।
প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দুর্নীতি আগেও ছিল, এখনও হচ্ছে। আমপান বিপর্যয়ে কেন্দ্রীয় সরকার যে এক হাজার কোটি টাকা পাঠিয়েছিল। সেই টাকা কোথায় গেল? কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা থেকে ৫ লক্ষ পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
আসলে দু-আড়াই লক্ষের বেশি বাড়িতে টাকা যায়নি। যে বাড়িগুলিতে টাকা দেওয়া হয়েছে, সেই বাড়িগুলি অধিকাংশই পাকা বাড়ি। এর থেকেও কাটমানি যাচ্ছে তৃণমূলের পকেটে। এই টাকাগুলো যাতে সঠিকভাবে ব্যবহার হয় সেইদিকে দেখতে হবে। প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে কিন্তু মানুষের কাছে সাহায্য পৌঁছাতে হবে।”
আরও পড়ুনঃ ‘আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি মিথ্যা কথা বলছেন’ – মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের
এই বিষয়গুলি জানাতেই শনিবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের দ্বারস্থ হয়েছিল বিরোধী দল। আমপান বিপর্যস্ত এলাকায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাঁধ তৈরি করার কথাও এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলকে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584