নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গত বুধবার দাঁতনের চকইসমাইল গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের হামলায় গুরুতর আহত হন বিজেপি কর্মী পবন জানা। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার কলকাতার এক হাসপাতালে মৃত্যু হয় দাঁতনের বিজেপিকর্মী পবন জানার।
সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দলের এই ‘শহীদ’ নামই ভুলে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার মেদিনীপুর ও হুগলি এলাকার জন্য ভার্চুয়াল জনসভার আয়োজন করেছিল বিজেপি। সেই সভায় অন্যতম বক্তা ছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই ভাষণ দিতে গিয়ে বিপত্তি বাঁধান দিলীপবাবু। নিজের দলের ‘শহীদ’-এর নাম ভুলে যান তিনি।
আরও পড়ুনঃ পেট্রোলের থেকেও দামি ডিজেল
দিলীপবাবু বলেন, ‘সম্প্রতি দাঁতনে আমাদের এক কর্মী খুন হয়েছেন। কী যেন নামটা?’ এরপর মঞ্চ থেকে তাঁকে পবন জানার নাম মনে করিয়ে দেন কেউ। তারপর ফের বক্তব্য শুরু করেন দিলীপবাবু। তিনি বলেন, ‘পবন জানাকে তলোয়ার দিয়ে ৩ বার কোপানো হয়েছে।’ পবন জানার মৃত্যুতে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করছে না বলেও দাবি করেন দিলীপবাবু। দিলীপ ঘোষের সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584