নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরের সাহেব পুকুর চকে আজ ভারতরত্ন ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ।
তার আগে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অটল বিহারী বাজপেয়ীর জীবনের দিক তুলে ধরেন দিলীপ বাবু। পাশাপাশি বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তরসুরী বলেও অভিহিত করেন দিলীপ ঘোষ।পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বাবু বলেন, শুখেন্দু শেখর রায় সংবিধান কি করে জানলেন, যে রাজ্যপালের কার্যকলাপ অসাংবিধানিক বলছেন।
আরও পড়ুনঃ লালগোলায় সিভিল ইঞ্জিনিয়ারিং মেটিরিয়ালস টেস্টিং ল্যাবের উদ্বোধন
রাজ্যপাল যে ঠিক কাজ করছেন তা ওনাদের লাফালাফি দেখে বোঝা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, আর কিছুদিন চলবে। এই সরকার মৃত্যুর দিকে এগোচ্ছে, তার শেষ কামড় দিচ্ছে, তাই হিংসার মাধ্যমে সরকারে টিকে থাকার চেষ্টা করছে। মানুষ এগুলো বেশিদিন সহ্য করবে না।
আরও পড়ুনঃ করোনা বিধি মেনে পৌষ মেলা কিরীটেশ্বরী মন্দিরে
নন্দীগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, নন্দীগ্রামে কেউ কেউ মনে করছেন, ওটা ওদের জমিদারী। নন্দীগ্রামে যার লড়াইয়ে বাংলায় পরিবর্তন এসেছিল, তিনি আজ আমাদের দিকে চলে এসেছেন, তাই তৃণমূল হতাশ হয়ে পড়েছে। কারণ মানুষ মমতা ব্যানার্জীর পাশ থেকে সরে যাচ্ছে, পার্টি কর্মীরা সরে যাচ্ছে। তাই তিনি জোর করে দলে আটকে রাখতে চাইছেন।
এইসব অশান্তি বিশৃঙ্খলা করে ৩৫৬ জারি করার চেষ্টা করছেন। নিজে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের কোনো ভুমিকা নেই, কোনো আইনশৃংখলা নেই। এর থেকে প্রমাণিত এই সরকার পুরোপুরি অসফল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584