উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রবিবার কালীঘাট এলাকা থেকে পোড়া টাকা উদ্ধারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সিবিআই ইডি তল্লাশি করতে পারে মনে করেই টাকা পোড়ানো হচ্ছে। নাম না করে অভিষেক ব্যানার্জির দিকে ইঙ্গিত দিলীপ ঘোষের৷ তিনি বলেন,’এখন সিবিআই, ইডি রেড হতে পারে মনে করেই অনেকে টাকা পুড়িয়ে দিচ্ছেন।’ কালীঘাটে পোড়া টাকা উদ্ধার প্রসঙ্গে এদিন লালবাগ থেকে কার্যত এভাবেই তৃণমূলের দিকে আঙ্গুল তুললেন তিনি।
প্রসঙ্গত, রবিবার কালীঘাটের মুখার্জি ঘাট থেকে উদ্ধার করা হয়, বস্তা বস্তা পোড়া টাকার নোট। বস্তার মধ্যে বেশ কিছু এমন আধপোড়া নোট ছিল যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কিছু লোকজন সেই নোটগুলি পাওয়ার জন্য ঠেলাঠেলি শুরু করেন। পরে পুলিশ গিয়ে পোড়া নোটের বস্তা নিয়ে আসে। কে বা কারা সেই সব পোড়া নোট সেখানে রেখে ছিল, তা নিয়ে যথেষ্ট টানাপোড়েন হয়েছিল।
আরও পড়ুনঃ কালিঘাটে বস্তাবন্দী পোড়া নোট ঘিরে হুড়োহুড়ি
অন্য দিকে গতকাল কুলতলীর সভায় শুভেন্দু অধিকারীকে ঘুষখোর ও তোলাবাজ বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাই শুভেন্দুর পাশে দাঁড়িয়ে দিলীপবাবু বলেন,”যখন শুভেন্দু তৃণমূলে ছিল তখন দলের সম্পদ ছিল, তাই প্রশ্ন ওঠেনি। আর আজ দলের বিপদ হয়ে গিয়েছে, তাই তোলাবাজ, ঘুষখোর প্রশ্ন উঠছে। তার পরিবার নিয়ে কথা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584