নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যের আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক হিংসা নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে,তৃণমূলের অবস্থা তাই এমনটাই’ বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ সদস্য দিলীপ ঘোষ।
দিল্লির আন্দোলন দেখে যারা খুশি হয়েছিলেন রাজ্যে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারী রাস্তায় নেমে যেতে তারা অস্বস্তি বোধ করছেন,খড়্গপুর স্টেশনের প্রথম শ্রেণীর ওয়েটিং রুমের আধুনিকীকরণ, সার্কুলেটিং এরিয়ার সৌন্দর্যায়ন, দুটি প্ল্যাটফর্ম সারফেস নতুন করে তৈরী, খেমাশুলী স্টেশনের নতুন স্টেশন বিল্ডিং তৈরী ও দুটি নবনির্মিত প্ল্যাটফর্মের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন খড়্গপুরের ডিআরএম মনোরঞ্জন প্রধান সহ একাধিক বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুনঃ কালীঘাটে পাওয়া পোড়া টাকার রহস্য উদ্ধার পুলিশের
পাশাপাশি গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার ঘটনা কে নিয়েও তিনি বলেন প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584