নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
সাত সকালে এ কি চিত্র? প্রাক্তন সিপিএম সাংসদের বাড়িতে দিলীপ ঘোষ! তাও আবার বিজেপির রাজ্য সভাপতিকে পদ্ম ফুল দিয়ে নিজের বাড়িতে স্বাগত জানালেন রানাঘাটের প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী শিকদার? হ্যাঁ, রবিবার সকালে এরকমই একটি ছবি প্রকাশ্যে এসেছে। আর তারপরই এই ছবি নিয়ে শুরু হয় জল্পনা।
অভিজ্ঞ মহলের দাবি, প্রকাশ্যে আসা এই ছবি জ্যোতির্ময়ীর বিধাননগরের বাড়ির। অর্থাৎ জ্যোতির্ময়ীর বাড়িতে গিয়েছিলেন দিলীপবাবু। সূত্রের খবর, প্রতিদিনের মতো রবিবার সকালেও প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপবাবু। তখন জ্যোতির্ময়ী শিকদার তাঁকে চায়ে আপ্যায়নের জন্য ডাকেন। তখনই জ্যোতির্ময়ীর বাড়িতে যান দিলীপবাবু। ছবিতে দিলীপবাবুকে আবার পদ্মফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন জ্যোতির্ময়ী। এখানেও উঠছে প্রশ্ন।
আরও পড়ুনঃ আমপান অনুদানে যেন লাভবান না হয় তৃণমূল! কেন্দ্রীয় দলকে অনুরোধ বিরোধীদের
রাজনীতি মহলের একাংশের দাবি, জ্যোতির্ময়ীর সঙ্গে দিলীপের আগে কোনও কথা না হয়ে থাকলে তাঁর বাড়িতে যাওয়ার গল্পটা বিশ্বাস করা মুশকিল। জোতির্ময়ী যদি আগে থেকে নাই জানতো তাহলে সাত সকালে পদ্মফুল কোথায় পেলেন তিনি? তাদের দাবি, বিজেপিতে যোগদান করতে চলেছেন জ্যোতির্ময়ী। সম্ভবত ২০২১ বিধানসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন তিনি।
১৯৯৮ সালে জাকার্তা এশিয়াডে সোনা জেতেন জ্যোতির্ময়ী শিকদার। ২০০৪ সালে রাজনীতিতে আসা তাঁর। লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করে সিপিএম। রানাঘাট আসন থেকে সেবছর বিজয়ী হন জ্যোতির্ময়ী। ২০০৬ সাল থেকে রাজনীতিতে আর বিশেষ দেখা যায়নি প্রাক্তন সাংসদকে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সোনারপুর উত্তর কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হিসাবে লড়েন তিনি। কিন্তু আর জয়ী হতে পারেননি তিনি।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন তিনি। আবার এখন জ্যোতির্ময়ী গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন বলে জল্পনার সৃষ্টি হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, দিলীপবাবু খোলামেলা মানুষ। কেউ আপ্যায়ন করতে চাইলে না বলেন না। এর সঙ্গে জ্যোতির্ময়ীর বিজেপিতে যোগদানের কোনও যোগাযোগ নেই। অন্যদিকে, এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জ্যোতির্ময়ীর তরফ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584