তারকেশ্বরে পুজো দিতে বাধা দেওয়ার অভিযোগ দিলীপ ঘোষের

0
168

বদরুল আলম, হুগলী

হুগলি জেলার তারকেশ্বর শিব মন্দিরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর পুজো ঘিরে বিপত্তি । দিলীপ ঘোষের দাবি তাঁকে পুজো দিতে বাধা দেওয়া হয় ।

যে পুজারীকে নিয়ে পুজো দেওয়ার কথা ছিল তাঁকে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির । তবে তৃণমূলের পালটা বক্তব্য , প্রচারে আসতে এমন কথা বলছেন দিলীপ ।
জানা গেছে , শুক্রবার সকাল সোওয়া সাতটা নাগাদ আচমকা তারকেশ্বরে শিবের মন্দিরে যান দিলীপ ঘোষ ।

তাঁর সঙ্গে ছিলেন হুগলির বিজেপি জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য এবং কয়েকজন অনুগামী । দিলীপ ঘোষের অভিযোগ , মন্দিরে যে সেবাইতকে সঙ্গে নিয়ে তাঁর পুজো দেওয়ার কথা ছিল তাঁকে আসতে বাধা দেওয়া হয় । ওই পুজারীকে নানাভাবে হুমকি দেওয়া হয় । পুজারীর ডালা বন্ধ করে দেওয়ার শাসানি দেয় শাসক দল । এই কারণে ওই সেবাইত দিলীপ ঘোষের সঙ্গে যেতে ভয় পেয়ে যায় । বাধ্য হয়ে অন্য এক পুরোহিতকে নিয়ে তাঁকে পুজো দিতে হয় বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

মন্দিরে যাওয়ার আধ ঘণ্টা পর তাঁর পুজোপর্ব শেষ হয় । দিলীপের এই অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নিয় শাসক দল ।
তারকেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস এর নেতা উত্তম কুণ্ডুর বক্তব্য , এধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । প্রচারে আসার জন্য এমন কথা বলছেন দিলীপবাবু ।
তবে এই ঘটনা নিয়ে মন্দির কমিটি অবশ্য কুলুপ এঁটেছে ।

কয়েক দিন আগে দার্জিলিংয়ে গিয়ে নিগ্রহের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ । মার খেয়েছিলেন তাঁর সঙ্গীরা । সমতলে ফিরে আসার পর ফের বিতর্কের মুখে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here