নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
সোমবার থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করেছে তার মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য, বেশ কিছু জেলায় পরীক্ষাকেন্দ্রের কাছে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘোষণা। পর্ষদের এই ঘোষণায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, “সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে না পারলে, এসবই করতে হয়। এভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে মানুষকে বিড়ম্বনায় ফেলা ছাড়া আর কিছুই হবে না।“
দিলীপ ঘোষ বলেন ,“সারা দেশে এত পরীক্ষা হয় কোথাও ইন্টারনেট বন্ধ থাকে না। যারা সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারছে না ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলতে চাইছে। এক কোনও অর্থ হয় না।“ বিজেপি সাংসদের কথায়, এভাবে এলাকাভিত্তিক ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা মানে একাধিক জরুরি পরিষেবাও ব্যাহত হওয়া।
দিলীপ বাবু বলেন, ইন্টারনেট পরিষেবার জন্য ব্যাঙ্কিং পরিষেবাও ব্যাহত হতে পারে। যেখানে সমস্যা সেখানে গিয়ে সমস্যার সমাধান করুক সরকার। কিছু এলাকা চিহ্নিত করা গিয়েছে, যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়। যেকারণে সেখানে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার। দিলীপ ঘোষের দাবি দপ্তর থেকেই প্রশ্ন ফাঁস হয়।
আরও পড়ুনঃ আজ উত্তরপ্রদেশে চলছে শেষ দফার ভোট
তিনি বলেন, “ডিপার্টমেন্টটা যদি নিয়ন্ত্রণে না থাকে, সেখানে যদি টাকাপয়সা দিয়ে সবকিছু পাওয়া যায় তাহলে ব্যবস্থা সেখানে নিক। সরকারি দফতরগুলি দুর্নীতিতে ভরে গিয়েছে। প্রশ্নপত্র যেখানে ফাঁস হচ্ছে, সেখানে ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষকে কেন সমস্যায় ফেলা হচ্ছে?”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584