শোভন-বৈশাখী ইস্যুতে সরব দিলীপ

0
148

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

গতকাল বিকেলেই বিজেপির প্রার্থী তালিকায় বেহালা পূর্ব আসনে অভিনেত্রী পায়েল সরকারের নাম দেখে মনঃক্ষুণ্ন হন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁরা এক যোগে বিজেপি ছাড়ার কথা বলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে ইমেল করে পদত্যাগ পত্র দেন।

Dilip Ghosh | newsfront.co
ফাইল চিত্র

এ প্রসঙ্গে সোমবার সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ বলেছেন, ‘বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল। এখানে কর্মীরা নিয়ম মেনেই কাজ করেন। দল যাকে যা নির্দেশ দিয়েছেন, সেই মত কাজ করতে হবে। কেউ তা না করতে পারলে, তাঁরা নিজেদের মত ভাববেন। কেউ দলের শৃঙ্খলার বাইরে নন।’ শোভন-বৈশাখী শুধু দিলীপ ঘোষকে একাকে নন, সর্বভারতীয় স্তরেও দলের বিভিন্ন পদাধিকারীদের কাছে ইমেল করে নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুনঃ মূল্যবৃদ্ধির চেয়ে লাভ জিহাদ বেশি গুরুত্ব পেল আসানসোলে নরোত্তমের ভাষণে

সূত্রের খবর, বেহালা পশ্চিম কেন্দ্র থেকে শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বেহালা পূর্বের টিকিট না দেওয়ায় তাঁর কাছে নৈতিক পরাজয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে, বৈশাখীকে প্রার্থী না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আর এ নিয়েই অসন্তোষের সূত্রপাত।

আরও পড়ুনঃ দিদির ওপর রাগ করে দল ছাড়লেন দেবশ্রী রায়

রবিবার ফেসবুকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘শোভন চিরদিনই আমার আইকন থাকবেন। আজকের অপমান আমাদের উদ্যমকে থামাতে পারবে না। আমরা লড়াই করে জিতব। ষড়যন্ত্র বেশিক্ষণ স্থায়ী হয় না। বেহালা পূর্বের মানুষ আপনাকে ভালোবাসে। এটাই আমাদের সবথেকে বড় শক্তি।’ তবে এবিষয়ে দলের চুড়ান্ত অবস্থান এখনও জানা যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here