উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
“কে গুন্ডা তা আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি। আমাকে গুন্ডা শুধু নয় মাফিয়াও বলেছেন।” রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন “তিনি সাত কোটি টাকার বাড়িতে থাকেন, আমি অন্যের বাড়িতে থাকি। কে মাফিয়া বোঝা যাচ্ছে। ওনার কনভয়ে ২৫টা গাড়ি থাকে, আর কি কি থাকে সবাই জানে, কে মাফিয়া তা বোঝা যাচ্ছে! হতাশা চরম পর্যায়ে চলে গেছে তার জন্য রাস্তায় গিয়ে চিল্লাতে হচ্ছে।”
আরও পড়ুনঃ দিশেহারা হয়ে পড়ছেন যুবরাজ ভাইপোঃ দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ আরো বলেন,”ভাইপো বললে কি হয়েছে দিল্লিতে অনেকে যুবরাজকে পাপ্পু বলে সেটাও বলা হবে। আমি তো ভাইপো বলছি না, খোকাবাবু বলছি। কোলে চড়ে রাজনীতিতে এসেছেন এখনও কোলেই আছেন।
আরও পড়ুনঃ শুভেন্দু দলেই আছেন, শিলিগুড়িতে জানালেন ফিরহাদ
লড়াই করুন, কোলে চড়ে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন। প্রাইভেট প্রপার্টি বানিয়েছেন কালীঘাটকে। লোকের জমি জায়গা বাড়ি দখল করা হয়েছে আর আমি হলাম মস্তান। আমি সাধারণ মানুষের জন্য কাজ করছি, এটা যদি গুন্ডামো হয় তাহলে আরও করবো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584