নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দুর্গাপুজো ঘিরে দিলীপ-মুকুল দ্বন্দ্ব প্রকাশ্যে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় জানিয়েছিলেন সল্টলেকের ইজেডিসিসি ভাড়া নিয়ে তাঁরা দুর্গাপুজো করবেন, কিন্তু উল্টো সুর রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, তিনি জানিয়ে দিলেন কোনো পুজো করছে না বিজেপি। বিজেপি শুধুই ভারত মাতার পুজো করে।
মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় সংবাদ মাধ্যমকে জানান, দলীয় উদ্যোগে সল্টলেকে ইজেডিসিসি ভাড়া নিয়ে দুর্গাপুজো করা হবে। প্রধানমন্ত্রী ষষ্ঠীর দিন ভার্চুয়ালি সে পুজোর উদ্বোধন করবেন। পরের দিনই সম্পূর্ণ উল্টো কথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়।
আরও পড়ুনঃ তৃণমূলের মধ্যেই মাওবাদীরা আছেনঃ সূর্যকান্ত মিশ্র
রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, কোনো পুজো করছে না বিজেপি। কারণ পুজো করা দলের কাজ নয়। বিজেপি শুধুই ভারত মাতার পুজো করে। রাজনৈতিক মহল বলছে এতে ফের একবার দিলীপ-মুকুল দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো।
দিলীপ ঘোষ দুর্গাপুজো প্রসঙ্গে বলেছেন, “বিজেপি কোন পুজো করছে না। আমার কাছে এমন কোনও নির্দিষ্ট তথ্য নেই। একদিনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতীকী প্রতিমা রাখা থাকবে।“
আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কেটে পিএম কেয়ার্সে জমা পড়েছে ১৫৭.২৩ কোটি টাকা
স্বাভাবিক ভাবেই সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে যে রাজ্য নেতৃত্ব বলেছিল দুর্গাপুজো হচ্ছে এবছর! তার উত্তরে দিলীপ ঘোষ জানান, যে, দলের কালচারাল সেল পুজো করতে পারে। কিন্তু দল করছে না।
এদিকে, ইজেডসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গ বিজেপি নেতৃত্ব ভারতীয়ম কালচারাল মাল্টিপ্লেক্স ১৭ থেকে ২৭ অক্টোবর পুজোর জন্য বুক করেছে। তাহলে কি দিলীপ ঘোষ জানেন না বিষয়টি নাকি দুর্গাপুজো নিয়ে দ্বিধাবিভক্ত একই দলের দুই গোষ্ঠী?
দিলীপ ঘোষের বক্তব্য, দুর্গাপুজো করা দলের কাজ নয়। আমাদের লক্ষ্য হল পুজোর সময় জনসংযোগ বাড়ানো। আশা করছি, প্রধানমন্ত্রী নিজের ভাষণের মাধ্যমে সেই কাজটা করবেন।
আরও পড়ুনঃ পুজোয় ৩৯২ স্পেশাল ট্রেন, উত্তর-পূর্ব সীমান্ত রেল পাবে ৭ টি
দিলীপ ঘোষের এহেন মন্তব্যে অস্বস্তি বেড়েছে সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের। তাঁরাই প্রধানত পুজোর বিষয়টি দেখাশোনা করছিলেন। রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র মাথায় প্রথম পুজো করার ভাবনা আসে। তারপর মুকুল রায়ের সঙ্গে আলোচনার পর পুজোর আয়োজন এগোয়। দায়িত্ব দেওয়া হয় সব্যসাচী দত্তকেও। সব্যসাচীর পরামর্শে সল্টলেকের ইজেডসিসিকে বেছে নেওয়া হয় বলে জানা গেছে।
আপাতত যা গুজব, পুজোর বিষয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বিশেষ না জড়ানোতেই বোধহয় বিলক্ষণ চটেছেন তিনি। তবে এখনও পর্যন্ত খবর, পুজো হচ্ছেই এবং রাজ্য সভাপতি যদি তেমন আপত্তি তোলেন তাহলে কালচারাল সেলের ব্যানারেই পুজো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584