শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবেন? অবশেষে মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘বিধায়কই যে মুখ্যমন্ত্রী হবেন তার কোনও মানে নেই।’ অর্থাৎ জয়ী বিধায়কের পরিবর্তে অন্য যেকোন নেতাকেই মুখ্যমন্ত্রী করতে পারে বঙ্গ বিজেপি। তবে কি রাজ্য সভাপতি নিজেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার? সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।
একাধিকবার বিজেপিকে ‘বহিরাগত’ তকমা সেঁটে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ নস্যাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বাংলার ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রী।
Not necessary that sitting MLA will become CM when BJP wins in West Bengal, says state party chief Dilip Ghosh
— Press Trust of India (@PTI_News) March 30, 2021
শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলে তাঁদের নিয়ে জোর জল্পনা শুরু হয়, এরপর ব্রিগেডের ময়দানে মহাগুরু মিঠুন চক্রবর্তী যোগদান করার পর সে দিকেও মুখ্যমন্ত্রীত্বের ইঙ্গিত যায়।
আরও পড়ুনঃ ‘সোনার লোভে বামেরা বিশ্বাসঘাতকতা করেছে’, কেরালায় ভোট প্রচারে মোদি
বঙ্গ বিজেপি-র মূল স্তম্ভ হিসেবে পরিচিত দিলীপ ঘোষ প্রার্থী না হওয়ায় মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। কিন্তু মঙ্গলবার দিলীপ ঘোষের বক্তব্য বিতর্ক আরও উস্কে দিল। তবে ২০১৯ লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপির ১৮টি আসন জয়ে দিলীপ ঘোষের ভূমিকায় যারপরনাই সন্তুষ্ট দিল্লির নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584