উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রবিবার দক্ষিণ কলকাতায় দলের অফিস উদ্বোধন করতে এসে সাঁওতালি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার মূর্তিতে মালা দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন সন্ধ্যায় ঢাকুরিয়ার সেলিমপুর মেন রোডে দক্ষিণ কলকাতা বিজেপির জেলা পার্টি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এই উদ্বোধন অনুষ্ঠানে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) তুষারকান্তি ঘোষ, দক্ষিণ কলকাতার বিজেপির জেলা সভাপতি শঙ্কর শিকদার। এছাড়া কয়েক শত বিজেপি সমর্থকরা। এরপর নিউ আলিপুরের ট্রাঙ্গুলার পার্কে বিরসা মুণ্ডার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুনঃ দীপাবলিতে বিরল দূষণহীন অভিজ্ঞতার সাক্ষী আলোর ছটায় উদ্ভাসিত মহানগর
বাঁকুড়া শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে স্থাপন করা বিরসা মুণ্ডার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আদিবাসীদের এক সংগঠন সেই মূর্তিটিকে বিরসা মুণ্ডার মূর্তি বলে মানতে নারাজ। এটা নিয়ে বিতর্ক হয়। বলা হয় মূর্তিটি এক শিকারির।
এটা সাঁওতাল স্বাধীনতা সংগ্রামীর মূর্তি নয়। পরে বিজেপি থেকে প্রশ্ন তোলা হয়, এই মূর্তি টি বিরসা মুণ্ডার বলে বসিয়ে ছিল তৃণমূল পঞ্চায়েত। তাহলে এই সাঁওতাল স্বাধীনতা সংগ্রামীকে ছোট করা কেন হল? এই বিতর্কের মাঝেই সেই মূর্তিকে বিরসা মুণ্ডার মূর্তি বলে স্বীকৃতি দিয়ে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিউ আলিপুরের ট্রাঙ্গুলার পার্কে সেই মূর্তির আদলে একই রকম বিরসা মুণ্ডার মূর্তি তে মাল্যদান করেন দিলীপ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584