উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
কেন মার খেতে তৃণমূল থেকে বিজেপিতে আসছেন ওরা?হাওড়ার পাঁচলার জনসভায় প্রশ্ন তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার পাঁচলার জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন,’দলে দলে তৃণমূল থেকে বিজেপিতে চলে আসছেন কর্মী থেকে সমর্থক।
নেতা, সাংসদ, বিধায়ক, মেয়র মন্ত্রীরা। তার কারণ দিদিমনি আর তৃণমূলীদের বিশ্বাস করেন না। জোর করে বিজেপিতে পাঠিয়ে দিচ্ছেন। বলছি, আর বিজেপিতে জায়গা নেই। আর পাঠাবেন না। কিন্তু আবার বলছি সবাই কে নিয়ে নেব। পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে গেলে সবাইকে দরকার।
আরও পড়ুনঃ কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, মুখ খুললেন অধীর
যারাই ভারত মাতার জয়, জয় শ্রীরাম বলবেন, তাদের সবাইকে নিয়ে নেব। সবাইকে নিয়ে বিজেপি সোনার বাংলা গড়বে।’ তিনি আরো বলেন,’আগে দিদিমনির ২১২ বিধায়ক ছিল। পরে ভাঙিয়ে এনে বেড়ে যায়। তা সত্ত্বেও সব পাঠাচ্ছেন কেন? বিজেপি কর্মীদের মামলা দিচ্ছে পুলিশ।
তবু সবাই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছেন। শোভনদা, সব্যসাচী, তিওয়ারি, তিন তিনটে মেয়র তৃণমূল ছেড়ে বিজেপিতে পালিয়ে এসেছেন। কারণ বিজেপি আনবে পরিবর্তন। কাউকে গুজরাট চেন্নাই যেতে হবে না। এখানে মহিলাদের সম্মান থাকবে। পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য বিজেপি সোনার বাংলা গড়বে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584