নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হন তাহলে কাশ্মীর সত্যিই পাকিস্তানে চলে যাবে,ফের তৃণমূল সুপ্রিমোকে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।তৃণমূলের ইস্তেহার প্রসঙ্গে জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষের দাবি, বিজেপি যা বলে তাই করে দেখায় তাই ইস্তেহার প্রকাশে দেরি হলেও ক্ষতি নেই,কিন্তু তৃণমূলের ইস্তেহারে আবোল-তাবোল কথা বলা হয়েছে।
আরও পড়ুনঃ যত কর্মীরা আক্রান্ত হবে লাভ বিজেপির,মত দিলীপ ঘোষের
প্রসঙ্গত তৃণমূলের প্রকাশিত ইস্তেহারে পাকিস্তান সমস্যা সমাধানের কথা তুলে ধরা হয়েছে,এ প্রসঙ্গে দিলীপ ঘোষের খোঁচা,মমতা ব্যানার্জি ভাঙ্গড় সমস্যা,সিঙ্গুর সমস্যা দূর করতে পারেননি,এমনকি সাম্প্রতিক সময়ের নেট টেট থেকে যাবতীয় সমস্যাও দূর করতে পারেনি তৃণমূল সরকার।
তৃণমূল সুপ্রিমো এখন যদি পাকিস্তান সমস্যা দূর করতে যায় তা কার্যত দিবাস্বপ্ন বলেই দাবি বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584