নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজ্য রাজনীতির তরজা অব্যাহত। যেখানে বর্তমানে প্রাধান্য পাচ্ছে বাঙালি-অবাঙালি ইস্যু। এহেন পরিস্থিতির মধ্যেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বললেন, ‘বাংলার উন্নয়নে বাঙালিদের তুলনায় অবাঙালিদেরই অবদান বেশি।’
নিজের মন্তব্যের স্বপক্ষে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘বিগত কয়েক বছর ধরে নয়, ব্রিটিশ জমানা অর্থাৎ ২০০ বছর আগে থেকে বাংলায় কাজ করতে, ব্যবসা করতে আসতেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। গঙ্গার দুপারে যত কল কারখানা আছে তাতে বাংলার বাইরের লোকই কাজ করতেন। বাংলায় যে উন্নয়ন হয়েছে তাতে বাঙালির থেকে বাইরের লোকেদের অবদান বেশি।’ এই বাঙালি-অবাঙালি ইস্যুতে তৃণমূল ও রাজ্য সরকারকে নিশানা করে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘বিহার সহ বাংলার বাইরের যাঁরা এখানে এসে পরিশ্রম করেন তারা পর হলেন, আর শাহরুখ খান হলেন আপন, প্রশান্ত কিশোর নিজের লোক।’
আরও পড়ুনঃ রাজনীতিতে অনেক কিছুই ঘটতে পারে- শুভেন্দু ইস্যুতে মন্তব্য দিলীপের
গেরুয়া শিবিরের নজরে এখন ২১এর বিধানসভা নির্বাচন। সংগঠন মজবুত করতে ভিন রাজ্য থেকে নেতারা বাংলায় দলের কাজে আসা-যাওয়া করছেন। যা নিয়ে বারংবার তৃণমূলের কোপে পড়তে হয়েছে পদ্ম বাহিনীকে। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তৃণমূলের তরফে বলা হচ্ছে, বাংলার মাটি যাঁদের কাছে অচেনা তাঁরাই বাংলায় এসে শাসন করতে চাইছেন। মনে করা হচ্ছে সেই কটাক্ষের জবাব দিতেই এদিন চা চক্রে বাঙালি-অবাঙালি ইস্যুতে টেনে আনেন দিলীপ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584