নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সংশোধিত নাগরিকত্ব আইন বিষয়ে রাজনৈতিক জল্পনা উস্কে দিয়ে মুখ্যমন্ত্রীর সহযোগিতা চাইলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
সিএএ প্রশ্নে রাজ্যের শাসকদল তৃণমূল ও বিজেপির অবস্থান যে একেবারে বিপরীত তা সর্বজনবিদিত। শুক্রবার অশোকনগরে দলের বারাসত জেলা কমিটির বৈঠকে দিলীপ বাবু বলেন, রাজ্যে সিএএ কার্যকর করতে মুখ্যমন্ত্রী সহযোগিতা করুন তাহলে তা দ্রুত হবে। নাহলে লকডাউন উঠে গেলে কেন্দ্রের পক্ষ থেকেই তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে। কারন কেন্দ্রীয় আইন কার্যকর করা বা না করা রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতার মধ্যে পড়ে না।
আরও পড়ুনঃ অসুস্থ তাই আদালতে হাজির হন না প্রজ্ঞা ঠাকুর, কিন্তু ভিডিওতে নাচতে দেখা গেল তাঁকে!
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রশ্নে তৃণমূলের অবস্থা খুবই স্পষ্ট। এ দেশে বসবাসকারী ভোটদাতা, করদাতা, সম্পত্তির মালিক এবং তাঁদের পরিবারবর্গ সবাই নাগরিক। তাই রাজ্যে নতুন করে সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগের কোনও প্রয়োজন দেখেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দুই যুযুধান দলের মতানৈক্য গুরুত্ব পেয়েছে নির্বাচনী প্রচারেও।
আরও পড়ুনঃ মুখরক্ষা করতে পারেননি সরকারের, তাই কি মন্ত্রীসভায় জাভড়েকরের শেষ রক্ষা হল না!
নাগরিকত্ব আইনের প্রশ্নে মতুয়া সম্প্রদায়ের কাছেও কিছু রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট পর্ব মিটলে এবং করোনা টিকাকরণ সম্পন্ন হলেই কেন্দ্র নাগরিকত্ব আইন কার্যকর করবে। কিন্তু এখনো এই বিষয়ে কেন্দ্র কোন উচ্চবাচ্য না করায় আবার ক্ষোভ জমতে শুরু হয়েছে মতুয়াদের মধ্যে। তা আপাতত কিছুটা সামাল দিতেই দীলিপবাবু সিএএ প্রশ্নে ঘৃতাহুতি দিলেন বলেই রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অনুমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584