দিলীপ ঘোষের গাড়ি আটকানোর প্রতিবাদে পুলিশের সাথে ধাক্কাধাক্কি বিজেপি কর্মীদের

0
64

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দিয়ে বয়ে গিয়েছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমপান। এই বিধ্বংসী ঝড়ের জেরে লণ্ডভণ্ড হয়ে গেছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা। আমপানের তান্ডবে উপড়ে গেছে অধিকাংশ গাছ ও বিদ্যুতের খুঁটি। বড় বড় গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে রাস্তা।

Dilip Ghosh | newsfront.co
ছবিঃ টুইটার

কলকাতায় ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। বন্ধ থাকা কলকাতা বিমানবন্দরের একাংশ ভেঙে পড়ে এবং প্লাবিত হয়। এই ধ্বংসলীলায় সর্বহারাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার। শুক্রবার রাজ্যে আমপানে ক্ষতিগ্রস্ত এলাকা আকাশপথে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ১,০০০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করার পাশাপাশি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন।

এরপর শনিবার সাইক্লোন আমপান অধ্যুষিত দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে যেতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এদিন সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ও বাসন্তীতে যাচ্ছিলেন তিনি, সেখানে ত্রাণ সামগ্রী বিলি করার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। গড়িয়া এলাকার ঢালাই ব্রিজ সংলগ্ন এলাকায় তাঁর গাড়ি আটকায় পুলিশ।

আরও পড়ুনঃ এবার টানা বর্ষণের ভ্রূকূটি জানাল আলিপুর আবহাওয়া দফতর

দিলীপ ঘোষ বলেন, “আমি জানি না, কেন সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকায় আমায় যেতে দেওয়া হল না। এই সমস্ত এলাকায় তৃণমূলের নেতারা গিয়ে ত্রাণ বিলি করছেন। তাঁদের আটকাচ্ছে না পুলিশ। শুধুমাত্র বিজেপি নেতাদের ক্ষেত্রে নিয়ম পাল্টাচ্ছে।”

রাজ্য সভাপতিকে জেলা সফরে যেতে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ওই সফরে যাওয়া বিজেপি কর্মীদের। এবং রাজ্য সভাপতির গাড়ির রাস্তা করে দেওয়ার জন্য পুলিশকে ধাক্কা দিতে থাকেন দলীয় কর্মীরা। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here