উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
বিজেপি কর্মী- নেতাদের ওপর তৃণমূলের আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণের ডাক দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে ‘মারের বদলা মারে’র হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পরপর এ রাজ্যে ভোটের আগে নতুন প্রকল্প শুরু প্রসঙ্গে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি দাবি করলেন,’রাজ্য সবটাই করছে প্রচারের জন্য।’
মঙ্গলবার সকালে যাদবপুরের সুলেখা মোড়ে আজকের চা – চক্র থেকে একাধিক ইস্যুতে শাসকদলকে তুলোধনা করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ঘোষণা করেছিলেন চোখের আলো প্রকল্পের কথা। তিনি জানিয়েছিলেন, ‘সম্পূর্ণ বিনামূল্যে ২০ লক্ষ বৃদ্ধ-বৃদ্ধার ছানি অপারেশন করাবে রাজ্য সরকার। তাঁদের মধ্যে আট লক্ষের বেশি মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাবে স্কুলের ছাত্রছাত্রীরাও।’
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “রাজ্যের কোনও প্রকল্পের সুবিধাই কেউ পায় না। এসব ভোটের আগে প্রচারের জন্য ঘোষণা করা হয়েছে। মানুষ জানে তাঁরা কিছুই পাবে না। স্বাস্থ্যসাথী কার্ডের এত প্রচার। কতজন পেয়েছে?” এরপরই কিষান নিধি প্রকল্প নিয়ে রাজ্যকে একহাত নেন বিজেপি সাংসদ। বিদ্রুপের সুরে বলেন, “মুখ্যমন্ত্রীর কারণেই রাজ্যের কৃষকরা বঞ্চিত হয়েছেন এতদিন। এবার রাজ্য তথ্য যাচাই করবে বলেছে। আমার সন্দেহ, সেখানে আদৌ আসল কৃষকদের নাম থাকবে, নাকি তৃণমূল নেতাদের!”
আরও পড়ুনঃ জন্মের থেকে বাড়ছে মৃত্যু, উদ্বেগে দক্ষিণ কোরিয়া
রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাদের উপর হামলার বদলা নেওয়ার হুঁশিয়ারিও দেন দিলীপ। বলেন, “মারের বদলা মার দেওয়া হবে। যার যেরকম ট্রিটমেন্ট লাগবে তাকে তেমনটাই দেওয়া হবে। এত অত্যাচার কিছুতেই সহ্য করা হবে না।” গতকাল কলকাতায় মেগা মিছিল হওয়ার কথা ছিল বিজেপির। যার মূল আকর্ষণ ছিলেন শোভন-বৈশাখী। কিন্তু শেষমেষ তাঁদের দেখা যায়নি মিছিলে। কিন্তু কেন? এবিষয়ে প্রশ্ন করতেই সাবধানী দিলীপ বিষয়টি জানা নেই বলেই দায় এড়ালেন। তবে এই নিয়ে বিজেপির অন্দরে প্রবল ঝড় উঠেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে সুলেখা মোড়ে চা-চক্রের আগে নিউটাউনের সেন্ট্রাল পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানাচ্ছি। উনি মুখ্যমন্ত্রী থাকুন বা এক্স-মুখ্যমন্ত্রী থাকুন, যেন ভালো থাকুন।”
আরও পড়ুনঃ পটাশপুরে বোমাবাজি, তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
কৃষকদের বিষয়ে মুখ্যমন্ত্রীর সদার্থক পদক্ষেপ প্রসঙ্গে চলেছেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন,’মমতা এখন দেরিতে হলেও সুবুদ্ধি হয়েছে। ভালো। বিদায়ের সময় যদি কৃষকদের কিছু পাওয়ার ব্যবস্থা করে দেন, কমপক্ষে তাহলে তাঁদের আশীর্বাদ পাবেন।’ পরে তিনি আরো বলেন,’ অত কিছু জানার দরকার নেই তো। উনি তালিকা দিন। ৭৩ লক্ষ কৃষক, যারা যোগ্য, তাঁদের তালিকা উনি দিল্লিতে পাঠান। ওনারা ভেরিফিকেশন করে নেবেন। কৃষকরা তো ধরেই নিয়েছিলেন যে তাঁদের কপালে জুটবে না!’
স্বাস্থ্য সাথী কার্ডে মুখ্যমন্ত্রী নিজের নাম লিখিয়েছেন। আজকে উনি কার্ড নিতে যাবেন? এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন,’ সব জায়গায় উনি ড্রামা করেন। ড্রামা করতে ভালোবাসেন উনি। উনি কি স্বাস্থ্য সাথীর জন্য এলিজেবেল নাকি? রাহুল গান্ধীকেও দেখেছি লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে!’ পরে আরো তিনি দাবি করেন,’কৃষি আইন বাতিলের জন্য অধিবেশন ভেবেচিন্তে ডাকুন।
যদি অনাস্থা এসে যায় সরকারটাই পড়ে যাবে। আমার মনে হয় সেই সাহস উনি করবেন না। তবে আমরা আনতে পাড়ি। আনার সম্ভাবনা আছে। আমাদের কাছেও ভালো সংখ্যায় এমএলএ আছে। তবে কংগ্রেস, সিপিআইএম সমর্থন করবে
কিনা, সেটা আমি জানি না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584