উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
তিনবার ধর্ম পরিবর্তন করে তিনবার বিয়ে করেছেন এই অর্থনীতির পন্ডিত মশাই। তাই দেশের কোনো বিষয়ে কথা বলার অধিকার নেই। মঙ্গলবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বের হয়ে ফের একবার নাম না করে তোপ দেগে অমর্ত্য সেনকে বিঁধলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
পূর্ব মেদিনীপুরের এই সাংসদের বক্তব্য, ‘দেশের মানুষের দুঃখ কষ্টে যিনি নেই তাঁর কাছ থেকে কোনও নীতিকথা নয়।’ অমর্ত্য সেন বলেছেন, লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতে পারে না, ধর্মান্তরকরণ বিরোধী যে আইন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আছে, তা অসাংবিধানিক। দিলীপ ঘোষ আরও বলেন, ‘আমি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। কারণ উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন।
আরও পড়ুনঃ এআইডিএসও-র ৬৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন পশ্চিম মেদিনীপুরে
তার তো বলার নৈতিক অধিকার নেই। যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশের মানুষের দুঃখ কষ্টে নেই তাঁদের এই ধরণের নীতিকথা শুনতে আমরা প্রস্তুত নই। যারা শুনেছে তাঁরা ডুবেছে। আমরা ডুবতে চাই না।’সোমবার বস্টন থেকে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, “এটা খুবই চিন্তার বিষয়। একে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে হচ্ছে। জীবন যাপনের অধিকার তো মৌলিক অধিকার হিসেব স্বীকৃত। কিন্তু এই আইনের ফলে মানবাধিকার লঙ্খন করা হচ্ছে।
আরও পড়ুনঃ বীরভূম সফরে মুখ্যমন্ত্রী, সরব বিশ্বভারতী প্রসঙ্গে
কারণ যে কোনও মানুষই নিজের ধর্ম বদলে অন্য ধর্মগ্রহণ করতে পারেন। সেটা সংবিধান স্বীকৃত। তাই এই আইন অসাংবিধানিক।”সোমবার অমর্ত্য সেন বলেন, “এখনই এ বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া উচিত। এই আইনকে অসাংবিধানিক ঘোষণা করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা উচিত। ভারতের ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই। আকবরের সময় নিয়ম হয়েছিল, যে কোনও ব্যক্তি যে কোনও ধর্ম গ্রহণ করতে পারেন। এবং যে কোনও ধর্মে বিবাহ করতে পারেন। এমন আইন সংবিধানকেই অপমান করে।”
অন্যদিকে অমর্ত্য সেনের বিরোধিতা করে বাবুল সুপ্রিয়র বক্তব্য, ‘উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই কথা বলছেন।’ অমর্ত্য-ইস্যুতে দিলীপ ঘোষের আক্রমণের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে সৌগত রায়। বলেছেন, “অমর্ত্য সেনের গুরুত্ব বোঝা দিলীপ ঘোষের পক্ষে সম্ভব নয়। অসহিষ্ণুতার রাজনীতি নিয়ে সরব নোবেলজয়ী অর্থনীতিবিদ, সেকারণেই তাঁকে এত অপছন্দ বিজেপির।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584