মনিরুল হক,কোচবিহারঃ
বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে কোচবিহারে কর্মী সভায় যোগ দিতে এসে প্রাতঃভ্রমণে বের হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে হোটেল থেকে বেরিয়ে সাগরদিঘী এলাকায় প্রাতঃভ্রমণ করে সেখান থেকে মদনমোহন বাড়িতে চলে যান। সেখানে মদনমোহন জিউ কে প্রণাম করে তিনি শহরের ঘোষপাড়া এলাকায় চলে যান।
এদিন তিনি প্রাতঃভ্রমণ করার পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। শুধু সাধারণ মানুষের সাথে কথা বলাই নয় একপ্রকার ভোট প্রচার সারেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দেখে অনেকেই এগিয়ে এসে তার সাথে করমর্দন করতে দেখা যায়। তিনি ঘোষপাড়া এলাকায় সেখানে এক দলীয় কর্মীর বাড়িতে গিয়ে চা খান।
এদিনের এই প্রাতঃভ্রমণে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর সাথে ছিলেন কোচবিহার জেলা যুব মোর্চার জেলা সভাপতি সমীর রায়, বিজেপি নেতা বিরাজ বোস, শৈলেন্দ্র কুমার সাউ সহ আরও অনেকে।
কোচবিহারে আসলেই প্রাতঃভ্রমণে বের হতে দেখা যায় দিলীপ বাবুকে।এবার ভোটের প্রচারে এসে প্রাতঃভ্রমণে বের হয়ে জনসংযোগ করবেন, এটা স্বাভাবিক কিন্তু এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসি হাসি মুখে দিলীপ বাবু জানান, “রবি ঘোষের সাথে যদি দেখা হয়ে যায়, সেই কারণেই তিনি প্রাতঃভ্রমণে বের হয়েছেন।”
এরপরেই সাংবাদিকরা ছুটলেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের পাল্টা প্রতিক্রিয়া নিতে।
আরও পড়ুনঃ নাচিন্দার মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বিজেপি প্রার্থী
প্রচারে বের হওয়ার আগে নিজের বাড়ির দফতরে বসে সাংবাদিকদের কাছে দিলীপ বাবুর বক্তব্য শুনে তিনি নিজেও হাসিহাসি মুখে বললেন, “দিলীপ ঘোষ অসুস্থ।তাই সুস্থ হওয়ার জন্য কোচবিহারের রাজাদের তৈরি সাগরদীঘির পাড়ে প্রাতঃভ্রমণে বের হয়েছেন।আমার সাথে দেখা হলে তাঁকে সাগর দীঘির জলে ঘণ্টা খানেক দাঁড়িয়ে থাকার পরামর্শ দিতাম।যাতে মাথা ঠাণ্ডা থাকে।এখন অনেক জায়গায় বক্তব্য রাখতে হবে।মাথা ঠাণ্ডা না থাকলে তো ভুলভাল বলে ফেলতে পারেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584