নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এনআরএস কাণ্ডকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকে দিলীপ ঘোষের জয় উপলক্ষে বিজেপির সংবর্ধনা সভায় এসে এমন কটূক্তি করেন তিনি।
তিনি বলেন এনআরএসে যেসব জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছেন তাঁদেরকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চার ঘণ্টার মধ্যে সবাইকে কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই উক্তিতেই আরও জোরালো হয়ে পড়ে এই কর্মবিরতি এবং শুধু তাই নয় এখন জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন সিনিয়ার ডাক্তাররাও।ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতালগুলিতেও ডাক্তাররা ইস্তফা দিতে শুরু করেছেন।এখানেই দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রীর মুখে এমন ভাষা।
এরপর তিনি তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে বলেন,যারা গরিবের টাকা লুটেপুটে খেয়েছে তাদেরকে ছাড়া হবে না ইতিমধ্যেই সেই সব বড় বড় নেতাদের সিবিআই দফতরে ডাকা হচ্ছে,আবার কেউ কেউ তো ভুবেনশ্বরে জগন্নাথ দর্শন করে এসেছে এমনই কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
তিনি আরও বলেন কোনও তৃণমূল নেতাকে দেখা যাবে আলিপুর সেন্ট্রাল জেল কাউকে রাখা হবে মেদিনীপুর সেন্ট্রাল জেল আবার কাউকে নিয়ে যাওয়া হবে কটকে।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গায় বিজেপি কর্মীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি
এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা এবং ব্লক বিজেপি নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584