নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারীর জন্মবার্ষিকী উপলক্ষে রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এরপর বেশ কিছুক্ষণ রোগী ও তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এবং মেডিক্যাল কলেজ সংলগ্ন একটি কালি মন্দিরে পুজোদেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন যে এখানে অনেক গরিব মানুষ চিকিৎসা করাতে আসেন। তবে তারা পয়সার অভাবে বাইরে বা কলকাতায় চিকিৎসা করাতে যেতে পারেন না। এই উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তারা সম্পূর্ণ চিকিৎসা পাচ্ছে না। রোগীর এক্সরে করা হচ্ছে অথচ ডাক্তার দেখতে আসে না। তার জন্য এখানে আরো ভাল উন্নত পরিষেবা দেওয়া দরকার।
আরও পড়ুনঃআনন্দ উৎসবে অতিবাহিত উত্তর দিনাজপুরে বড়দিন
অপরদিকে মুখ্যমন্ত্রীর ৩ তারিখের শিলিগুড়িতে মিছিল প্রসঙ্গে বলেন যে আমরা মিছিল করার পড়ে ১০০ কিলোমিটার হাঁটলেও তৃণমূল কংগ্রেস আর দাঁড়াতে পাড়বে না। কারন মানুষ এখন বিজেপিকে চয়েস করে নিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584