কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
পশ্চিম মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ২১শে জুলাই শহীদ দিবসে ‘ধর্মতলা চলো ‘প্রস্তুতি সভায় রাজ্য সভার সাংসদ ডাঃ মানস ভুঁইয়া বলেন, কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার কিছুই করেনি,কৃষকদের ধাপ্পা দেওয়া হচ্ছে এর পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ জানান মানস ভুঁইয়া কি বলেন আজকাল কেউ ভাবেনা মেদিনীপুরের লোক। মানস ভুইয়া একটা কেস খেয়ে গিয়ে আঁচোলের তলায় ঢুকে গেলেন উনার কথা কে ভরসা করবে ।আজকে মেদিনীপুরে কোন তৃনমুলের নেতা নাই,কংগ্রেসেরও কোন নেতা নাই ছিলেন একমাত্র নেতা ভারতী ঘোষ ,তিনি হারিয়ে গেছেন। তৃনমুল এখন অভিভাবক শূন্য হয়ে গেছে ।
নেতৃত্ব করবে বিজেপির লোকেরা বুথ থেকে জেলা ওবদি।তিনি যাদবপুর প্রসঙ্গে বলেন যাদবপুর একটা এক্সসেপসোনাল কেস ,সরকার যেমন ওখানে হাত দেওয়ার সাহস করেনা ,ওখান কার ভাইস-চ্যান্সেলর ওনারও শক্তহাতে ধরার, ধরছেন না কিছু লোক ওখানে রাজনীতি করে উৎপাত করার চেষ্টা করছেন । শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হওয়াউচিত রাজনীতি করা উচিত নয় কিন্তু সরকারে সেই সদিচ্ছা দেখছিনা ।
ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার সরডিহা তে ভারতীয় জনতা পার্টির প্রকাশ্য সমাবেশ ও জনসভা অনুষ্ঠিত হল। মঞ্চে উপস্থিত ছিলেন মাননিয় রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয়,রাজ্য নেতৃত্ব শ্রী তুষার কান্তি ঘোষ,শ্রী বিশ্বপ্রিয় রায় চৌধুরী এবং জেলা নেতৃত্বের মাননিয় সভাপতি শ্রী সুখময় শতপথি মহাশয় সহ অন্যন্য গুরুত্বপূর্ন নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584