আসামে রাজনৈতিক স্বার্থে উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল,অভিযোগ দিলীপের

0
65

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
অসম পরিস্থিতি নিয়ে রাজনৈতিক স্বার্থে তৃণমূল কংগ্রেসে উত্তেজনা ছড়াচ্ছে,রবিবার শিলিগুড়িতে বিজেপি’র এক জনসভায় যোগ দিতে এসে এই কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।এর পাশাপাশি তিনি আরও বলেন যে বর্তমান অসমে পরিস্থিতি সেখানকার সরকার দেখছে এবং সামলাচ্ছে। সম্ভব দোষীদের গ্রেফতার করা হয়েছে এবং সরকার সমস্ত শক্তি লাগিয়ে দিচ্ছে যারা অপরাধী তাদের ধরার জন্য।এর পাশাপাশি যাতে এই ধরনের ঘটনা না হয় সেইটা চেষ্টা করছে কিন্তু পশ্চিম বাংলায় যে উপাত্ত করা হচ্ছে।এখান থেকে গিয়ে অসমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে।অসমের বাঙালিরা বলছে আমরা ঠিক আছি কিন্তু তৃণমূল অসমে গিয়ে উত্তেজনা ছড়িয়ে আসবেন।তারপর সেখান বাঙালিদের উপর অত্যাচার হলে তার কে দায়িত্ব নেবেন। কারন অসমীয়া বস্তির মধ্যে বাঙালিরা থাকেন।

মঞ্চে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

যদি অসমীয়া বাঙালি ঝগড়া বাধিয়ে দেই কেউ। তাহলে বাঙালিদের অস্তিত্ব সংকটে পড়বে। কারন তারাই সেখানে সংখ্যালঘু।তৃণমূল এটাই চাইছে যে সেখানে ঝগড়া হোক দাংঙ্গা হোক আর তা নিয়ে তারা রাজনীতি করবে এবং তিনি আরও বলেন যে এনআরসি কয়েক মাস ধরে চলছে। তবে এতদিন পর এই ঘটনা ঘটলো।তার দাবী বিচ্ছিন্ন একটা ঘটনা এর সাথে এনআরসি’র কোন যোগ নেই।’মুখ্যমন্ত্রী কি গনক নাকি’ কারন কে বা কেন এই হত্যা করেছে তা এখনও সেখানকার সরকারের কাছেও স্পষ্ট নয়। এনআরসি’র পর একটাও বাঙালি ওখান থেকে পালিয়ে আসেনি।তারা শান্তিতেই আছেন।এখান থেকে রাজনৈতিক স্বার্থে ওখানে গিয়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে।আর এর ফলে ক্ষতি হবে সেখানকার বাঙালিদেরই।অপরদিকে চোপড়া কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে চোপড়া থেকে শুরু করে করনদিঘী পর্যন্ত এই যে জায়গাটা প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি।বিগত কয়েক বছর ধরে সেখানে অত্যন্ত উত্তেজনা প্রবন হয়েছে এবং একাধিক খুন খারাবা হয়েছে।এর পাশাপাশি সেই এলাকায় আমাদেরও কর্মী খুন হয়েছেন।তৃণমূলের নিজেদের গোষ্ঠী দন্দেও খুন হয়েছে।আসতে আসতে রায়গঞ্জ পর্যন্ত এই দুস্কৃতকারী ও সমাজবিরোধীদের দাপট বেড়ে যাচ্ছে।সেখানে পুলিশ কিছু করে না।তাই সরকারের দায়িত্ব সেখানে শান্তি আনা এবং দোষীদের শাস্তি দেওয়া।আর তারা সবাই তৃণমূলের আশ্রয়ে আছে তাই পুলিশ কিছু করতে পারে না।

আরও পড়ুনঃ আসামে বাঙালি গণহত্যার প্রতিবাদে তৃণমূলের ধিক্কার মিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here