প্রকাশ্য জনসভা থেকে হিংসাত্মক উস্কানি দিলীপের

0
62

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

এনআরসি-সিএএ’র সমর্থনে এবার পথে নেমে মিছিল পথসভা করলো বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুরের বটতলাচকে একসভা থেকে এনআরসি ও সিএএ’ র সমর্থন জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আগামী ২৩ তারিখ কলকাতায় বিজেপির মিছিল।

জনসভায় বক্তব্যরত দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

সেই মিছিলে অংশগ্রহণ করতে কর্মী সমর্থকদের আহ্বান জানানোর সাথে সাথে প্রকাশ্য জনসভা থেকে হিংসাত্মক এবং আইনভঙ্গ করার পরামর্শ দেন বিজেপির রাজ্য সভাপতি।

নিজস্ব চিত্র

একই সাথে দিলীপ ঘোষ জানান, এনআরসি হচ্ছেই আর সংশোধিত নাগরিক আইন লাগু হচ্ছেই। তৃনমূলের মতো কিছু রাজনৈতিক দল যারা সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর নির্ভর করে তাদের সামনে বিপদ।

তাই তারা কুমিরের কান্না নিয়ে রাস্তায় নেমে পড়েছে। মানুষকে ভুল বোঝাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here