নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বরে দলীয় সাংগঠনিক সভা করে ফালাকাটা খগেনহাট নাথনি সিং হাই স্কুল ময়দানে প্রকাশ্যে জনসভা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখান থেকেই লোকসভা নির্বাচনে লড়াই করবেন,আমরা তাকে হারাব।আমরা তাদের কাউকেই দিল্লী যেতে দেব না’ -সোমবার এভাবেই আলিপুরদুয়ারের ফালাকাটার খগেনহাট নাথুনিসিং হাইস্কুলে জনসভায় চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি দলের রাজ্য সভাপতি দীলিপ ঘোষ।সোমবার আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরে আসেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ।এখানে জটেশ্বর শিব মন্দিরে পুজা দিয়ে জটেশ্বরের বেশ কয়েকটি কালি পুজার উদ্বোধন করেন দীলিপ ঘোষ,পরে স্থানিয় ঘগেনহাট নাথুনিসিং উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় যোগ দেন দীলিপ ঘোষ।সেখানে প্রকাশ্যে তিনি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।দীলিপ ঘোষ ভাষনে বলেন, “ রাজ্য পুলিশকে আগামি লোকসভা নির্বাচনের সময় গাছের ছায়ায় বসে খৈনি খেতে হবে। কেন্দ্রীয় বাহীনির তত্বাবধানে রাজ্যে লোকসভা ভোট হবে।” এদিন দীলিপ ঘোষ বলেন, “ দলে দলে লোক এখন আমাদের দলে যোগদান করছেন।মানুষ সম্মানের জন্য আমাদের দলে যোগ দিচ্ছেন।দিন দিন আমাদের সংগঠন বাড়ছে।” এদিন দীলিপ ঘোষের জনসভার মঞ্চে সিপিএম কংগ্রেস থেকে প্রায় ৩ হাজার মানুষ বিজেপি দলে যোগদান করেন।
আরও পড়ুনঃ আসাম গণহত্যার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584