কৃষকরা যখন বিষ পান করছেন, তখন কারও মাথা ব্যথা হয় না- দিলজিৎ

0
77

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষি আইনের বিরোধিতা করে যেসব কৃষকরা রাস্তা জুড়ে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তাঁরাই আবার আন্দোলনের মাঝে পিৎজা, বিরিয়ানি খাচ্ছেন কীভাবে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনদের এমন ট্রোল ভরে আছে। আর তাঁদের এরকম নীচ মানসিকতার প্রশ্নের উপযুক্ত জবাব দিলেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ।

Diljit Dosanjh | newsfront.co
দিলজিৎ দোসাঞ্ঝ

কৃষকদের পাশে দাঁড়িয়ে কঙ্গনা রানাউতকে সপাটে উত্তর দিয়ে দিলজিৎ দোসাঞ্ঝ এখন খবরের শিরোনামে। কঙ্গনা রানাওয়াতকে সমুচিত জবাব দিয়ে নেটিজেনদের কাছে বাহবাও কুড়িয়েছেন এই অভিনেতা। এবার কৃষকদের খাবার নিয়ে প্রশ্ন তোলা নেটিজেনদের সপাটে জবাব দিলেন দিলজিৎ।

কাউকে তোয়াক্কা না করে, অভিনেতার স্পষ্ট উত্তর, কৃষকরা যখন বিষ পান করছেন, তখন কারও মাথা ব্যথা হয় না, কিন্তু পিৎজা খেলেই সেটা খবর হয়ে যায়! বাহ.. সাবাশ! অভিনেতার এমন মন্তব্যে সায় দিয়েছেন বহু মানুষ।

আরও পড়ুনঃ কৃষকদের সমস্যার সমাধান না হলে অনশনে বসবেন আন্না হাজারে

কৃষকরা পিৎজা বা বিরিয়ানি যাই-ই খান, এর প্রত্যেকটি খাদ্যসামগ্রীই তাঁদের উৎপাদন করা, কাজেই তার ওপর সর্বাগ্রে অধিকার তাঁদের, তাছাড়া, কৃষক আন্দোলনের গুরুত্ব এই খাওয়া-দাওয়ার সঙ্গে গুলিয়ে ফেলা একেবারেই উচিত নয় বলে মত সভ্য সুস্থ মানসিকতার নেটিজেনদের।

আরও পড়ুনঃ গত চার বছরে দেশে সবচেয়ে বেশি অপুষ্টিতে ভুগছে শিশুরা, একই অবস্থা পশ্চিমবঙ্গেরও

শুধুই সোশ্যাল মিডিয়ায় নয়, কয়েক দিন আগে দিলজিৎ দোসাঞ্ঝ দিল্লি-হরিয়ানার সিংঘু সীমান্তে পৌঁছে গিয়েছিলেন কৃষকদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে। সিংঘু সীমান্তে পৌঁছে দিলজিৎ দোসাঞ্ঝ প্রতিবাদ মঞ্চ কেন্দ্রের উদ্দেশ্যে আর্জি জানান, সরকার যেন কৃষকদের কথা শুনে তা গুরুত্ব সহকারে বিবেচনা করেন। কৃষকদের দাবি যাতে সরকার মেনে নেয়। একটা শান্তিপূর্ণ, যুক্তিসঙ্গত আন্দোলনকে অন্য ইস্যু দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা যেন না হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here