এসবিআইয়ের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন দীনেশ কুমার খারা

0
120

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

স্টেট ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার হিসেবে যুক্ত হয়েছিলেন দীনেশ কুমার খারা। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন তিনি। মঙ্গলবার তাঁকে এই পদে নিয়োগের কথা ঘোষণা করেছে কেন্দ্র। ২০১৭ সালেও দীনেশ কুমার খারা দৌঁড়ে ছিলেন চেয়ারম্যান হওয়ার জন্য।

dinesh kumar | newsfront.co
দীনেশ কুমার খারা

বর্তমানে এসবিআইয়ের গ্লোবাল ব্যাঙ্কিং ডিভিশনের দায়িত্বে আছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট স্টাডিস-এর এই প্রাক্তনী। ১৯৮৪ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। পাঁচটি ব্যাঙ্ককে এসবিআইতে মেশানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন দীনেশ।

আরও পড়ুনঃ এবার থেকে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট তৈরি হবে ট্রেন ছাড়ার আধঘন্টা আগে

আজ, বুধবার এসবিআইয়ের চেয়ারম্যান পদে তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে রজনীশ কুমারের। ২০১৬ সালের অগাস্ট মাসে তিন বছরের জন্য তাঁকে এসবিআইয়ের এমডি পদে নিয়োগ করা হয়।

আরও পড়ুনঃ হাথরাস কাণ্ডে উত্তরপ্রদেশ সরকারের জবাব তলব সুপ্রিমকোর্টের

কাজের মূল্যায়ণ করে ২০১৯ সালে দু’বছরের জন্য তাঁর সেই পদের মেয়াদ বাড়ানো হয়। ১৯৮৪ সালে প্রবেশনারি অফিসার পদে এসবিআইতে ফান্ডস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের এমডি এবং সিইও হয়েছিলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here