অনুশীলন শুরু করে দিলেন দীপা

0
33

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

লকডাউন কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সব কিছু, ছন্দে ফিরছে খেলাধুলাও। লকডাউনের জন্য কয়েকমাস বন্ধ থাকার পর রাজ্য সরকারের নির্দেশিকা মেনে আগরতলার নেতাজি সুভাষ থ্রি খুলতেই প্রস্তুতি শুরু করে দিলেন অলিম্পিয়ান দীপা কর্মকার। তিনি বললেন, খুব ভালো লাগছে অনুশীলনে ফিরে।

Dipa Karmakar | newsfront.co
সংবাদ চিত্র

দীপার কথায় ‘লকডাউন হওয়ার পর এই প্রথমবারের জন্য আমি জিম সেশনে ফিরলাম। গত সাড়ে পাঁচ মাস বাড়িতেই কাটিয়েছি। আমাদের মতো যারা খেলাধূলার সঙ্গে যুক্ত তাদের কাছে দীর্ঘসময় ধরে ঘরে বসে থাকার বিষয়টা মানসিকভাবে দুর্বল করে দেয়। তবে আমার কোচ আমাকে অনলাইন ট্রেনিং দিয়েছে। কিছু ফিটনেস ট্রেনিং শিখিয়েছিলেন, যা ভীষণ কাজে দিয়েছে। অনুশীলনে ফিরতে পেরে দারুণ খুশি। সরকারের নির্দেশ মেনে ট্রেনিং করছি।‘

আরও পড়ুনঃ জুভেন্তাসের মায়া ছেড়ে নেইমারের পিএসজির পথে সি আর সেভেন

এবার টোকিও অলিম্পিক চোটের কারণে কোয়ালিফাই করা কঠিন হতো দীপার, এক বছর পিছিয়ে যাওয়াতে অলিম্পিকে নামার স্বপ্ন অক্ষত থাকলো তার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here