নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৫/২ অঞ্চলের আলিসাহাগড়ের এক মেধাবী আদিবাসী ছাত্রের পাশে দাঁড়ালেন ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী (দেব)। ছাত্রের নাম রঘুনাথ হেমব্রম,এই বছর উচ্চমাধ্যমিকে ৩১০ নম্বর পেয়ে ডেবরা হরিমতী হাইস্কুল থেকে সে পাশ করেছিল।
কিন্তু পরিবারে মা, বাবার অবস্থা ভালো নয়,পরিবারের উপার্জনের লোক বলতে রঘুনাথ একাই। তাই পড়ার ফাঁকে সে ১০০ দিনের প্রকল্পের বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালায়। মা,বাবার মুখে দুমুঠো খাওয়ার তুলে দেয়। কিন্তু পড়াশুনো করার ইচ্ছে থাকায় সে থেমে থাকেনি।
একদিন বিভিন্ন ভাবে খোঁজ করে সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়াকে সব বলার পর তিনি বিষয়টি সাংসদ দেবকে জানায়। দেব ওই মেধাবী, গরিব ছাত্রকে পাঁশকুড়া বনমালী কলেজে ভর্তি করার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি তাকে পড়াশুনো করার জন্য যাবতীয় সাহায্য করার আশ্বাস দেন। ডেবরার সাংসদ প্রতিনিধি বলেন ওই ছাত্রকে পড়াশুনাের জন্য যাবতীয় সাহায্য করা হবে।
আরও পড়ুনঃ মদ্যপ অবস্থায় জলাশয়ে স্নানে নেমে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার
তিনি বলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব শুধু ওই ছাত্র নয় এলাকার অসহায় পরিবারগুলির ছাত্র-ছাত্রীদের পাশে রয়েছে।তাদের তিনি প্রয়োজনীয় সাহায্য করছেন এবং আগামী দিনেও করবেন। পাঁশকুড়া বনমালী কলেজে সাংসদ তাকে ভর্তি করে দেওয়ায় খুশি দরিদ্র পরিবারের রঘুনাথ হেমব্রম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584