নিউজফ্রন্ট, দিল্লি: দেশের ৪৫তম প্রধান বিচারপতি হচ্ছেন ৬৩ বছর বয়সী দীপক মিশ্র । আগামী ২৭ অগাস্ট জে.এস.খেহরের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে শপথ ননেবেন তিনি। মোট ১৪ মাসের কার্যকাল শেষে ২০১৮ সালের অক্টোবর মাসে তিনি অবসর নেবেন বলে জানা গেছে।
১৯৭৭ সালের ১৪ ফেব্রুয়ারি ওড়িশা হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন দীপক মিশ্র। পরে ১৯৯৬ সালে ওড়িশা হাইকোর্টে বিচারপতি হন। তারপরে মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারপতি হন। ২০১০ সালে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন দীপক মিশ্র।
২০১১ সালের শেষ সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন দীপক মিশ্র। প্রায় সাতবছর দায়িত্ব সামলানোর পর সবচেয়ে অভিজ্ঞ বিচারপতি হিসাবে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ সামলাবেন তিনি।
তাঁর উল্লেখযোগ্য রায়দানগুলো হল-
নির্ভয়া মামলায় ফাঁসির সাজাপ্রাপ্তদের প্রাণভিক্ষার আর্জি খারিজ, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত ইয়াকুব মেমনের ফাঁসি মকুবের আবেদন খারিজ,সিনেমা হলে জাতীয় সঙ্গীতের ব্যবহার বাধ্যতামূলক করা ইত্যাদি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584