নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দুর্গা প্রতিমার পর নিজে হাতে লক্ষ্মী প্রতিমা গড়ে পুজো করল ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের নবনগর গ্রামের বছর দশেকের বালক দীপঙ্কর সরকার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই গ্রাম্য বৈচিত্র্যের বিভিন্ন ছবি আঁকার পাশাপাশি মাটির প্রতিমা তৈরিতে সে পটু হয়ে ওঠে। নিজের হাতে দুর্গা প্রতিমা বানিয়ে নিজেই পুজাে করেছে সে।
আরও পড়ুনঃ বন বিড়ালের শাবক উদ্ধারে বাঘের আতঙ্ক কাটল ফালাকাটায়
এখানেই থেমে থাকেনি সে। মাত্র দু’দিনে তৈরি করেছে লক্ষ্মী প্রতিমা, নিজেই করেছে পুজাে। এছাড়া শিল্পের পাশাপাশি সাংস্কৃতিক দিকেও পিছিয়ে নেই এই বালক। এদিন দীপঙ্করের মা বাসনা সরকার বলেন, “ছেলে ছবি আঁকতে পারে।
সেই রং তুলি দিয়েই প্রতিমা তৈরি করে। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ছাড়াও রাধা গোবিন্দ মূর্তিও তৈরি করতে পারে সে। তার শিল্পকর্মে আমি খুশি।” ওই খুদে শিল্পী জানায় পড়াশুনোর পাশাপাশি সে বড় মাপের একজন শিল্পীও হতে চায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584