দুই দশকে এই প্রথম প্রত্যক্ষ কর বাবদ কমেছে সরকারের আয়

0
47

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

বিগত দুই দশকের নজিরবিহীন ঘটনা। কমতে চলছে প্রত্যক্ষ কর বাবদ সরকারের আয়। কর্পোরেট এবং ব্যক্তিগত কর মিলিয়ে চলতি আর্থিকবর্ষে ১৩.৫ লক্ষ কোটি কর আদায়ের লক্ষ্য নিয়ে নেমেছিল মোদী সরকার, যা ২০১৮-১৯ অর্থবর্ষের চেয়ে ১৭ শতাংশ বেশি। কিন্তু এখনও পর্যন্ত ফলাফল আশানুরূপ নয়।

সংবাদ চিত্র

সংবাদ সাংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে যে, ২০১৯-২০ অর্থবর্ষে ১৩.৫ লক্ষ কোটির লক্ষ্যমাত্রা নিয়ে এগোলেও কর্পোরেট ও প্রত্যক্ষ কর মিলিয়ে সরকারের ঘরে ৭.৩ লক্ষ কোটির প্রত্যক্ষ কর জমা পড়েছে। যা আগের অর্থবর্ষে জানুয়ারি পর্যন্ত জমা পড়া করের চেয়েও ৫.৫ শতাংশ কম।

প্রত্যক্ষ কর আদায়ে এমন পতন এই প্রথম বলে মত সংশ্লিষ্ট মহলের। নাম প্রকাশে অনিচ্ছুক আয়কর দফতরের আধিকারিকের মত, গতবারের আদায়কৃত করের ধারেকাছেও পৌঁছানো এবার সম্ভব নয়। দেশ জুড়ে মাথাচাড়া দেওয়া অর্থনৈতিক সংকট এরজন্য দায়ী মত বিশেষজ্ঞদের। পণ্যদ্রব্যের চাহিদার অভাবে কর্পোরেট সংস্থাগুলির চাহিদা কমেছে, যার কারনে বিনিয়োগে রাশ টানতে বাধ্য হয়েছে তারা।
তবে অর্থনীতির এই ঝিমুনি দীর্ঘদিন স্থায়ী হবে না বলেই মত আইএমএফ-র প্রধান ক্রিস্তালিনা জর্জিয়েভার। তিনি আশা প্রকাশ করেছেন যে, ভারত খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here