নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এই করোনা আবহেই তৈরি স্বল্প সময়ের ছবি ‘গৌরচন্দ্রিকা’। বানালেন পরিচালক পারমিতা সেনগুপ্ত। এটি একটি স্বাধীন ছবি। গল্পের কেন্দ্রে রয়েছে এক শারীরিকভাবে অক্ষম মা ও তার শিল্পী ছেলে। ঠাকুরের ছবি ও সরা এঁকে বিক্রি করে গৌর নামের সেই ছেলে। তা থেকে উপার্জিত অর্থেই চলে দুজনের পেট।
মা শারীরিকভাবে অক্ষম হওয়ায় মায়ের জন্য সময় দিতে হয় গৌরকে। তাই বাইরে বেশি সময় দিতে পারেনা সে। এভাবেই চলে দুজনের জীবন। সাম্প্রতিককালে ঘটে যাওয়া এক ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়েই কলম ধরেছিলেন পারমিতা সেনগুপ্ত। ছবির চিত্রনাট্য, সংলাপ ও সৃজনশীল পরিচালনা পারমিতার।
আরও পড়ুনঃ কলাকুশলীদের লকডাউন পিরিয়ডে প্রাপ্ত পারিশ্রমিক ফেরত দিতে হবে প্রযোজকদেরঃ ফেডারেশন
পরিচালনায় সায়ন সিনহা রায় ৷ মায়ের চরিত্রে বিজলি সরকার। ছেলের চরিত্রে ঋষভ দাস। ঋষভ মূলত স্টাইলিং প্রফেশনের সঙ্গে যুক্ত। ১ ঘণ্টা ১৫ মিনিটের এই ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন। একটি কীর্তনাঙ্গের সঙ্গীত আছে ছবিতে। ‘গৌরচন্দ্রিকা’-কে ফেস্টিভ্যালে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে স্বাধীন নির্মাতাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584