নিউজফ্রন্টের খবরের জেরে সাহায্য মিললো প্রতিবন্ধী পরিবারের

0
65

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

নিউজফ্রন্টের খবরের জেরে অবশেষে সাহায্য পেলো মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ঘোষ পাড়া গ্রামের এক অসহায় পরিবার। গতকাল এই দুঃস্থ পরিবারের খবর সর্বস্তরের মানুষের কাছে নিয়ে আসে নিউজফ্রন্ট।

helped | newsfront.co
নিজস্ব চিত্র

আর তারপরই সাড়া ফেলে দেয় স্থানীয় পঞ্চায়েত থেকে জেলাপরিষদ দফতরে। আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার সৈয়দ রাফিকা সুলতানা তিনি সেই পরিবারের কাছে হাজির হলেন ও তাদেরকে খাদ্য সামগ্রিক ও সাধ্যমত অর্থ তুলে দিলেন।

physically challanged family | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সংকটময় পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান বাইসন ক্লাবের

উত্তর ঘোষ পাড়া গ্রামের বাসিন্দা রেজাউল শেখ এখনও পর্যন্ত সরকারি কোন সাহায্য পাননি। লকডাউনের বাজারে চায়ের দোকান বন্ধ, পাননি কোনো ব্যক্তিগত সাহায্যও। এমনকি তার মাথার ওপর যে পাটকাঠির তৈরি চালা ছিল সেটিও উড়ে গিয়েছে।

village | newsfront.co
নিজস্ব চিত্র
help in corona | newsfront.co
নিজস্ব চিত্র

এই চিন্তার কিছুটা হলেও উপশম হলো তার। পাশে পেলেন জেলা পরিষদের সদস্যাকে। যিনি নিজের মোবাইল নাম্বারও দিয়ে বললেন যেকোনো সময় তাকে ফোন করে সমস্যার কথা জানানোর জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here