নিজস্ব সংবাদদাতা,কালনাঃ
একরাশ আশায় কাটা আঙুল নিয়ে হাসপাতালে এসে পৌঁছায় এক যুবক কিন্তু হাসপাতালে পৌঁছালেও কাটা আঙুল আর জোড়া না লাগায় নিরাশ হতে হলো নাদনঘাট থানার সমুদ্রগড় চরগোয়ালপাড়ার বাসিন্দা সফিরুল বাসার সেখকে।
কালনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেশায় মোটর ভ্যান মেকানিক সফিরুল জানায় যে হাতুড়ির বাঁট লাগানোর জন্য সে কাঠ চেরাই করতে যায় বৃহস্পতিবার সকালে।এরপরেই অসাবধানতাবশত বাঁহাতের তর্জনী আঙুলটি মেশিনে লেগে কেটে পড়ে যায়।কাটা আঙুল জোড়া লাগানো যায়।এই আশাতেই আঙুল নিয়ে কালনা হাসপাতালে ভর্তি হয় সে,কিন্তু তা আর হলো না।চিকিৎসকরা জানান এই আঙুল আর জোড়া লাগানো সম্ভব নয়।এই বিষয়ে কালনা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন,‘কাটা আঙুলটি জোড়া লাগানোর চেষ্টা করা হয়।জোড়া লাগাতে পর্যাপ্ত ব্লাড সার্কুলেশন সহ যে সব প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন তা সঠিক মাত্রায় ছিলো না।ওই অবস্থায় আঙুলটি জোড়া লাগালেও কার্যকরী হোতো না।’
আরও পড়ুনঃ সাঁকরাইলে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584