দেরি নয়, মানুষের সুরক্ষার স্বার্থে নির্ধারিত সময়ের আগেই সেকেন্ড ডোজ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

0
109

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কতা জারি হয়েছে গোটা দেশে। করোনার বাড়বাড়ন্ত মোকাবিলা করতে টিকাকরণের উপর জোর দিচ্ছে কেন্দ্র ও রাজ্য। বর্তমানে করোনা সংক্রামিতের হার সবচেয়ে বেশি কেরলে। সেরাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে দ্রুত টিকাকরণ শেষ করার পরিকল্পনা করেছে কেরল সরকার।

Kerala Highcourt
ছবি: সংগৃহীত

করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে যাতে কোভিড ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নির্ধারিত সময়ের আগেই দেওয়া যায়, সেজন্য কেরল হাইকোর্টে পিটিশন দাখিল হয়েছিল। বিশেষত, কোভিশিল্ড ভ্যাকসিনের কথাই উল্লেখ ছিল ওই পিটিশনে। কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ১২ সপ্তাহ পরে সেকেন্ড ডোজ নেওয়ার নিয়ম রয়েছে। এই দুটি ডোজের মধ্যে ব্যবধান আরও কমানোর আর্জি জানানো হয়েছিল। সোমবার এই আর্জি খতিয়ে কেরল হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেও দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।

আরও পড়ুনঃ কোথায় খামতি রয়েছে? দেখে বুঝুন, রাজ্যের সব বেসরকারি হাসপাতালে ভেলোরের বিল পাঠাচ্ছে স্বাস্থ্য কমিশন

হাইকোর্টের বিচারপতি পি বি সুরেশ কুমার জানিয়েছেন, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান ১২ সপ্তাহ থেকে কমিয়ে চার সপ্তাহ করাই যায়। তবে কেউ ইচ্ছুক হলে ৮৪ দিনের আগেও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নাতে পারবেন। পড়াশোনার জন্য বা কর্মসূত্রে বিদেশে যেতে হলে ইচ্ছুকরা নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় ডোজ নিয়ে নিতে পারবেন। এই সিদ্ধান্তটা পুরোপুরি জনসাধারণের উপর থাকবে। তবে সেক্ষেত্রে কোউইন অ্যাপে রেজিস্ট্রেশনের নিয়মে বদল ঘটবে।

আরও পড়ুনঃ নির্দেশিকা জারি করে ভ্যাকসিন চেনার উপায় জানাল কেন্দ্রীয় সরকার

১২ সপ্তাহের ব্যবধানে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিলে, তা বেশি কার্যকরী হবে বলে জানায় কেন্দ্রীয় ভ্যাকসিন এক্সপার্ট কমিটি। তাদের মতে, দুটি ডোজের মধ্যে ব্যবধান বেশি রাখলে তা বেশি কার্যকরী হবে। কিন্তু, এদিন কেরল হাইকোর্টের বিচারপতি জানান, রাজ্যের পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আর দেরি করা যাবে না। যত দ্রুত সম্ভব কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা করতেই হবে। সুরক্ষার স্বার্থে ইচ্ছুক ব্যক্তিরা কম সময়ের ব্যবধানেও দ্বিতীয় ডোজ নিতে পারেন আবার নির্ধারিত সময়ের ব্যবধানেও দ্বিতীয় ডোজ নিতে পারবেন। এটা সম্পূর্ণ জনসাধারণের ব্যক্তিগত সিদ্ধান্ত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here