ওয়েবডেস্কঃ
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের ‘ন্যাশনাল মনিটরিং কমিটি ফর মাইনোরিটিস এডুকেশন(NMCME)’এর এক সভায় জাতীয় স্তরে এক অভিন্ন মাদ্রাসা বোর্ড গঠনের প্রস্তাব উঠে এসেছে।
সাম্প্রতিক এক মিটিংয়ে এন এম সি এম ই(NMCME)-এর প্যানেল মেম্বার আফজার সামসী দেশে বিনা রেজিস্ট্রেশনের মাদ্রাসা গুলোর তথ্য সংগ্রহ করার সুপারিশ করেন। তাঁর মতে দেশের মাদ্রাসা গুলোর মধ্যে মাত্র ২০ শতাংশের রেজিস্ট্রেশন আছে। বাকি ৮০ শতাংশ মাদ্রাসা বিনা রেজিস্ট্রেশনে চলে। এই মাদ্রাসা গুলোর কোন তথ্যই সরকারের কাছে নেই। সেই তথ্য সরকার সংগ্রহ করবে।
এই কমিটির আরেক সদস্য জামসেদ খান জানান, “কিছু কিছু রাজ্যে মাদ্রাসা বোর্ড বিলুপ্ত হয়ে গেছে, আর কিছু কিছু রাজ্যে বোর্ড আছে- যেমন মহারাষ্ট্রে কোন মাদ্রাসা বোর্ড নেই। তাই সারা দেশব্যাপী এক অভিন্ন বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে যাতে মাদ্রসা গুলোয় উন্নতমানের শিক্ষাদান করা যায়।”
NMCME-এর চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকড় এবং কমিটিতে আছেন বিভিন্ন রাজ্য সরকার, লোকসভা, রাজ্যসভার সুপারিশকৃত বিভিন্ন প্রতিনিধিগণ।এছাড়াও রয়েছেন বিভিন্ন সমাজকর্মী, শিক্ষাবিদ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য প্রতিনিয়ত কাজ করা প্রতিনিধিগণ।
সংখ্যালঘু শিক্ষার উন্নয়ন ছাড়াও এই কমিটির উদ্দেশ্য হল সংখ্যালঘু প্রতিষ্ঠানের রিকগনিশন ও অ্যাফিলিয়েশন সংক্রান্ত ব্যপারে সুপারিশ করা ।(ছবি-সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584