তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
সোমবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের প্রিয়রঞ্জ দাশমুন্সী স্মৃতি সভাকক্ষে সেন্টার ফর ফোকলার স্টাডিজের উদ্যোগে ও সাহিত্য একাডেমি ও বোড়ো রাইটার্স একাডেমির সহযোগিতায় বোড়ো ভাষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেন্টার ফর ফোকলার স্টাডিজের অধিকর্তা অধ্যাপক দীপক কুমার রায় বোড়ো ও বাংলা ভাষায় স্বাগত বক্তব্য রাখেন। রাইটার্স একাডেমির পক্ষে বক্তব্য রাখেন রাজেন বসুমাতারি।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ অনিল ভুইমালি। উপাচার্য অধ্যাপক ডঃ অনিল ভুইমালি বলেন, বোড়ো ভাষার সাথে বাংলা ভাষার সম্পর্ক নিয়ে ছাত্রছাত্রীদের গবেষণা করবার আহ্বান জানান।
বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ্য তথা রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক কালিশংকর তেওয়ারী বোড়ো ভাষার ইতিহাস উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন। রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকার বোড়ো ভাষীদের পঠন পাঠনে ও গবেষণায় ছাত্রছাত্রীদের আরো বেশি করে করবার আহ্বান জানান।
বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ মঙ্গল সিং হাজারী, ডঃ দিননাথ বসুমাতা, ডঃ রমেশ চন্দ্র মুসাহারি।ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যপক তালু বেশরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় মূল আলোচনা। সভায় মুখ্য বক্তা ছিলেন কলা, বিজ্ঞান ও আইন অনুষদের অধ্যক্ষ অধ্যাপক দীপক কুমার রায়। মূল আলোচনা সভায় আর যে বসুমাতারি বলেন উত্তরবঙ্গের বোড়ো ভাষা মূল বোড়ো ভাষা থেকে ধ্বনীগত ভাবে সম্পূর্ন আলাদা। তিনি শব্দ ধরে ধরে ধ্বনিগত রূপান্তরের প্রসঙ্গ ব্যাখ্যা করে বুঝিয়ে দেন।
আরও পড়ুনঃ কুশমণ্ডিতে জাতীয় যুব নেতৃত্ব প্রোগ্রামে জলসঙ্কট নিয়ে আলোচনা সভা
অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিশিষ্ট বোড়ো কথা সাহিত্যিক ডঃ দিননাথ বসুমাতারির সঙ্গে অন্তরঙ্গ আলোচনা হয়।তিনি নিজের সাহিত্যিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।বাংলা ভাষায় বিশিষ্ট কবি অরুন চক্রবর্তী, রাজশ্রী সরকার,সৌরেন চৌধরী, সাঁওতালি ভাষায় তালু বেশরা, রাজবংশী ভাষায় উত্তম বর্মন, বোড়ো ভাষায় সুবংসা মুসাহারি, অসমীয়া ভাষায় পিঙ্কি দাস কবিতা পাঠ করলে অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ব্রততি দাস ও রাজশ্রী সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584