নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
স্ব-সহায়ক দল এর গুরুত্ব,সহায়ক দলের কার্যাবলী সমস্ত কিছুর বিশ্লেষণ ও পর্যালোচনা হলো বুধবার।অনুষ্ঠানটি বেলদা ২ অঞ্চলে আয়োজিত হয়।এই বিশেষ পর্যালোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিনহা মহাপাত্র।
উপস্থিত ছিলেন বেলদা ২ অঞ্চলের প্রধান যুথিকা পাল প্রধান,উপপ্রধান অলক রায় সহ প্রমূখ ব্যক্তিত্ব।এই দিন স্ব-সহায়ক দলের মেয়েদের এবং পাশাপাশি এলাকার মেয়েদের দল কেন করবে, দল করলে সুফল কি কিংবা দল থেকে কি কি সাহায্য পাওয়া যাবে সব কিছু নিয়েই মেয়েদের মধ্যে আলোচনা করা হয় এই দিন।পাশাপাশি এই দিন স্ব-সহায়ক দলের মেয়েদের এবং উপস্থিত অন্যান্য মেয়েদের কে নিয়ে স্বল্প দৈর্ঘ্যের নাটক পরিবেশন করা হয়।এই দিনের পরিবেশিত নাটকের বিষয়বস্তু ছিল স্ব সহায়ক দল এর আলোচনা।নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিংহ মহাপাত্র জানিয়েছেন,”বর্তমান দিনে নারী স্বাধীনতা অত্যন্ত প্রয়োজনীয়।একজন মেয়ে স্ব সহায়ক দল কেন করবে কিংবা দল থেকে সে কি পাবে স্ব সহায়ক দল থেকে,কিংবা কি সুবিধা রয়েছে স্ব-সহায়ক দলের সবকিছু নিয়ে সবিস্তারে তুলে ধরেন পরিনীতা সংঘের সভানেত্রী প্রতিভা জানা।”এই দিনের এই পর্যালোচনা নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক মহিলা।পরিণীতা সংঘের সভানেত্রী প্রতিভা জানা জানিয়েছেন,”বর্তমান দিনের মহিলারা স্বাধীন হলেও স্ব- সহায়ক নয় ।
তাই বর্তমানে মেয়েরা দল থেকে নানা ধরনের সুযোগ সুবিধা পেতে পারে।তাই নিয়ে বেলদা গ্রাম পঞ্চায়েতে এই পর্যালোচনা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন।”
আরও পড়ুনঃ জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা
মাশরুম প্রশিক্ষণ,চটের যাবতীয় প্রশিক্ষণ ও স্ব-সহায়ক দলের মেয়েদের নিয়ে এই পর্যালোচনা সাড়া ফেলেছে সারা জেলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584