টুলকিট মামলায় জামিন দিশার

0
160

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষক আন্দোলনে ‘টুলকিট’ মামলায় ২২ বছরের তরুণী পরিবেশকর্মী দিশা রবিকে তাঁর ব্যাঙ্গালোরের বাড়ি থেকে  গ্রেফতার  করে দিল্লি পুলিশ। পাতিয়ালা হাউস কোর্টের সেশন জাজ ধর্মেন্দ্র রানা মঙ্গলবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেন। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে দিশা রবিকে জামিন দেয় আদালত।

Disha Ravi | newsfront.co

দিশাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পঙ্কজ শর্মার সামনেও এদিন হাজির করা হয়, চারদিনের পুলিশ হেফাজতের আবেদন খারিজ করে দেয় আদালত। ২০ ফেব্রুয়ারি টানা তিনঘন্টার শুনানিতে দিল্লি পুলিশের কাছে আদালত জানতে চায় যে তাদের হাতে কি তথ্য রয়েছে যাতে প্রমাণ হয় ২৬ জানুয়ারির লালকেল্লা তান্ডবের সাথে টুলকিটের যোগ রয়েছে!

পুলিশ জানায় আন্তর্জাতিক পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের টুইটে ওই টুলকিট শেয়ার করার পর সেটি বিভিন্ন পাবলিক ডোমেনে ছড়িয়ে পড়ে। সেটি বানিয়েছেন দিশা রবি এবং এর সাথে খলিস্তানী যোগ রয়েছে।

আরও পড়ুনঃ পামেলা কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংকে তলব করল লালবাজার

‘পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন’ নামে একটি সংস্থার সাথে একটি জুম মিটিংয়ে অংশগ্রহণ করেন দিশা, তাদের সঙ্গেও খলিস্তানী যোগ রয়েছে বলে জানায় পুলিশ।

দিশার আইনজীবী সিদ্ধার্থ আগরওয়াল প্রশ্ন তোলেন, ” যদি শান্তিপূর্ণ প্রতিবাদ করা দেশদ্রোহিতা হয় তাহলে দিশা অপরাধী। শান্তিপূর্ণ প্রতিবাদের খবর সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া দেশদ্রোহিতা হয় তাহলে দিশা অপরাধী।
বেঙ্গালুরুর বাড়ি থেকে গ্রেপ্তারের পর পাঁচদিন পুলিশ হেফাজতে ছিলেন দিশা। আজ মঞ্জুর হল জামিনের আবেদন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here