নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘গোলি মারো’ স্লোগান খ্যাত মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে এফআইআরের আবেদন খারিজ আদালতের। যদিও বহু সংখ্যক সমাজকর্মী বিনা প্রশ্নে জেলে আটক, দিল্লি দাঙ্গায় উস্কানি দেওয়া বা জড়িত থাকার অভিযোগে, কিন্তু ‘গোলি মারো’ স্লোগান দেওয়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং ‘শাহীনবাগ -এর প্রতিবাদীদের ধর্ষণ করা উচিত’ মন্তব্য করা বিজেপি সাংসদ প্রভাস ভার্মার বিরুদ্ধে এফআইআরের আবেদন নাকচ করে দিলো দিল্লির এক নিম্ন আদালত।
সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত এবং কে এম তিওয়ারি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে অভিযোগ করেন অনুরাগ ঠাকুর এবং প্রভাস ভার্মার বিরুদ্ধে ও এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানান।আবেদনের শুনানি হয় এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশাল পাহুজার আদালতে।
বৃন্দা কারাত তাঁর আবেদনে বলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ‘গোলি মারো’ স্লোগান এবং বিজেপি সংসদ প্রভাস ভার্মার মন্তব্যের প্রেক্ষিতেই দিল্লিতে তিনটি গুলি চালানোর ঘটনা ঘটে দুটি ভিন্ন প্রতিবাদ মঞ্চে।
আরও পড়ুনঃ নিজের পেজে মুসলিম বিরোধী পোস্ট, ক্ষমা প্রার্থনা আঁখির
শ্রীমতি কারাতের অভিযোগে আবেদন করা হয় ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ক, ১৫৩ খ, ২৯৫ ক, ৫০৪, ৫০৫, ৫০৬ ধারায় এফআইআর দায়ের করার, যেগুলি প্রত্যেকটি দাঙ্গা ছড়ানো, ধর্মীয় বিদ্বেষমূলক উস্কানি এই ধরনের অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বাপেক্ষা ৭ বছরের কারাদণ্ড হতে পারে।
এফআইআর দায়েরের আবেদন নাকচ করে দেয় আদালত এবং একই সময় সমাজকর্মী দেবঙ্গনা কলিতা ও নাতাশা নারিওয়ালের জেলের মেয়াদ বাড়ানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584