ভিন্নমত মানেই জাতীয়তাবিরোধী নয়: জাস্টিস দীপক গুপ্তা

0
71

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস দীপক গুপ্তা সোমবার গণতন্ত্রে ভিন্নমতের গুরুত্ব তুলে ধরেন। সঙ্গে উদ্বেগ প্রকাশ করেন বর্তমানের প্রতিষ্ঠান বিরোধী প্রশ্ন করলেই তাকে ‘অ্যান্টি-ন্যাশনাল’ বা ‘জাতীয়তাবিরোধী’ বলে দাগিয়ে দেওয়ার প্রবণতাকে।

“সরকার সব সময় ঠিক হতে পারে না। আমরা সবাই ভুল করি।সরকারের অধিকার নেই কোনও প্রতিবাদের কণ্ঠরোধ করার যতক্ষণ না সেটা সহিংস রূপ নিচ্ছে”বলেও মন্তব্য করেন জাস্টিস গুপ্তা।

গ্রাফিক্স চিত্র

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন আয়োজিত ‘ডেমোক্রেসি এন্ড ডিসেন্ট’ শীর্ষক আলোচনায় তিনি তাঁর  মন্তব্যের  ব্যাখ্যায়  বলেন, “কোন দল যদি ৫১ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসে, তার মানে এটা নয় যে বাকি ৪৯ শতাংশ মানুষ পাঁচ বছর চুপ থাকবে। গণতন্ত্রেে প্রত্যেক নাগরিকের প্রশ্ন করার অধিকার আছে।”

“দেশে এখন কেউ প্রতিবাদ করলেই তাকে ‘অ্যান্টি-ন্যাশনাল’ হিসেবে দেখা হচ্ছে। আইনজীবীদের একটি সংগঠন কিছুদিন আগেই একটা প্রস্তাব পাস করেছে যে একটা ব্যাপারে তারা আইনি সহায়তা দেবে না, কারণ সেটা নাকি দেশদ্রোহীতার সমান। এভাবে কাউকে আইনি সহায়তা থেকে বঞ্চিত করা যায় না” বলেও মন্তব্য করেন এই অভিজ্ঞ বিচারপতি।

 উপরে দেখে নিন জাস্টিস গুপ্তার বক্তব্যের ভিডিও

 

তাঁর মতে শাসক ও সরকার দুটো আলাদা জিনিস। সরকারকে প্রশ্ন না করলে সমাজ কখনো উন্নতি লাভ করতে পারে না। সবাই যদি একই পথে চলে তাহলে পুরনো ধ্যান-ধারণাকে বদলানো যাবে না। মহাত্মা গান্ধী, কাল মার্কস, হযরত মোহাম্মদ সবাই পুরনো ধ্যান-ধারণাকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here