সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে ডুবে গেল বাংলাদেশি ট্রলার, উদ্ধার ১৫ নিখোঁজ ১। প্রাকৃতিক দুর্যোগে দিক নির্ণয় করতে না পেরে, শুক্রবার বাংলাদেশের বেশ কয়েকটি ট্রলার ঢুকে পড়ে ছিল ভারতীয় সীমান্তে।তবে দুর্যোগ কাটলে সব ট্রলারগুলি বাংলাদেশ ফিরে গেলেও,ইশরাত জাহান নামক একটি ট্রলার দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে ডুবে যায়। ট্রলারটিতে মোট ১৬ জন মৎস্যজীবী ছিলেন।তবে ভারতীয় একটি ট্রলার ১৫ জন মৎসজীবীকে উদ্ধার করলেও,এখনও পর্যন্ত একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া সব মৎস্যজীবীরা বাংলাদেশের পটুয়াখালী জেলার মইপুর থানার বাসিন্দা বলে জানা যায়।এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানান, ‘প্রাকৃতিক দুর্যোগের সময় কেঁদে দ্বীপের কাছে বাংলাদেশের ইশরাত জাহান নামক একটি ট্রলার আশ্রয় নিতে গিয়ে ডুবে যায়। সেই সময় রায়দিঘির এফ বি পিঙ্কি নামক একটি ট্রলারের মৎস্যজীবীরা দেখতে পান, বেশ কয়েকজন মৎস্যজীবী মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। তখন পিঙ্কি ট্রলারের মৎস্যজীবীরা বাংলাদেশের ১৫ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন।উদ্ধার হওয়া মৎস্যজীবীরা বর্তমান গোবর্ধনপুর কোস্টাল থানায় রয়েছেন। তবে বাংলাদেশের ওই ট্রলারের একজন মৎস্যজীবী এখনও নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: সমষ্টি উন্নয়ন আধিকারিকের আবাসনে সাপের বাসা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584