নীল সাদা খোল খঞ্জনি প্রদান

0
181

পিয়ালী দাস,বীরভূমঃ

কংকালীতলায় যজ্ঞ, ব্রাহ্মণসভার পরে এবার কীর্তনিয়াদের খোল ও খঞ্জনি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।ইতিমধ্যেই ছয় হাজার খোল তৈরির বরাত দেওয়া হয়েছে।জানা গেছে,নদিয়া জেলা থেকে আসা এই খোলগুলি নীল-সাদা রঙের হবে।রাজনৈতিক মহলের দাবি,হিন্দুদের বিজেপি ঝোঁকে রাশ টানতে একের পর এক অভিনব পরিকল্পনা করছে তৃণমূল।বিজেপির হিন্দুত্ববাদকে হাতিয়ার করে উত্থান রুখতে ও ভোট ব্যাঙ্ক বাড়াতে চমক দেওয়ার চেষ্টা করছেন অনুব্রতও।এর আগেও অনুব্রত মণ্ডলের উদ্যোগে কয়েক টন কাঠ পুড়িয়ে সতীর একান্নপীঠের অন্যতম কংকালীতলা মন্দিরে মহাযজ্ঞের আয়োজন হয়েছিল।বোলপুর ডাকবাংলো মাঠে ব্রাহ্মণ সম্মেলনের আয়োজনও করেছিলেন তিনি।এবার কীর্তনিয়াদের খোল, খঞ্জনি দেওয়ার পরিকল্পনা নিলেন।

নিজস্ব চিত্র

দলীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বোলপুরে তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠকে ঠিক হয় একথা।দলের প্রতিটি ব্লক সভাপতিকে নিজের নিজের এলাকার কীর্তনিয়াদের নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।পুজোর আগেই একটি সভা করে কীর্তনিয়াদের মধ্যে খোল ও খঞ্জনিগুলি বিতরণ করা হবে। ইতিমধ্যেই নদিয়া জেলায় খোল তৈরির বরাত দেওয়া হয়েছে। প্রায় ছয় হাজার নীল সাদা রঙ করা খোল বিতরণ করা হবে।কিছু খোল বোলপুরে দলীয় কার্যালয়েও নিয়ে যাওয়া হবে।
এবিষয়ে জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি বলেন, “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনুব্রত মণ্ডল এই সিদ্ধান্ত নিয়েছেন। জেলার কীর্তনিয়াদের খোল ও দুটি করে খঞ্জনি দেওয়া হবে। অনুব্রত মণ্ডলের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানিয়েছি।”

আরও পড়ুনঃ বিদায়ী প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here